ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হত্যার ৮ দিন পর লাশ ফেরত পাঠাল বিএসএফ

Reporter Name

বেনাপোল, যশোরঃ

পিটিয়ে হত্যার আটদিন পর  বেনাপোল দিয়ে বাংলাদেশির লাশ ফেরত পাঠাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত বাংলাদেশির নাম হানেফ আলী ওরফে খোকা (৩৫)।

গত ২২ জানুয়ারি শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তের কাছে ভারতের বর্ণবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করেন। হানেফ আলী অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে। হানেফ রাখাল ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ বেনাপোল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে বিএসএফ। এ সময় খুলনা ২১ ও যশোর ৪৯ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবির অগ্রভুলোট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ আমরা গ্রহণ করেছি। সেটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

About Author Information
আপডেট সময় : ০৭:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
২৮৭ Time View

হত্যার ৮ দিন পর লাশ ফেরত পাঠাল বিএসএফ

আপডেট সময় : ০৭:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০

বেনাপোল, যশোরঃ

পিটিয়ে হত্যার আটদিন পর  বেনাপোল দিয়ে বাংলাদেশির লাশ ফেরত পাঠাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত বাংলাদেশির নাম হানেফ আলী ওরফে খোকা (৩৫)।

গত ২২ জানুয়ারি শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তের কাছে ভারতের বর্ণবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করেন। হানেফ আলী অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে। হানেফ রাখাল ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ বেনাপোল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে বিএসএফ। এ সময় খুলনা ২১ ও যশোর ৪৯ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবির অগ্রভুলোট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ আমরা গ্রহণ করেছি। সেটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।