সবুজদেশ নিউজ ডেস্কঃ

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের এক মাদরাসায় সপ্তম শতাব্দীর একটি কুরআনের পান্ডুলিপি সংরক্ষিত আছে। বিশ্বের অন্যতম প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি এটি।

বিশ্বাস করা হয়, পান্ডুলিপিটি নবীজি (সা.) এর জামাতা ও ইসলামের তৃতীয় খলীফা হযরত উসমান ইবনে আফফান (রা.) এর ব্যক্তিগত এবং তাঁর শাহাদাতকালে তিনি এই কুরআন থেকে তিলাওয়াত করছিলেন। এমতাবস্থায় বিদ্রোহীদের আঘাতে এটি তাঁর রক্তে রঞ্জিত হয়।

তাসখন্দের খাস্ত-ইমাম কমপ্লেক্সের অর্ন্তভুক্ত এই মাদরাসার গ্রন্থাগারে একটি কাঁচের বাক্সের মধ্যে কুরআনের পান্ডুলিপিটি সংরক্ষিত আছে। এই গ্রন্থাগারে কুরআনের এই পান্ডুলিপিটি ছাড়াও তিন হাজারের মত প্রাচীন পান্ডুলিপি সংরক্ষিত আছে। এছাড়া কুরআনের তাফসীর, ফিকাহ, হাদীস, ইতিহাস, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্রসহ বিভিন্ন বিষয়ের উপর ২০ হাজারের মত বই এই গ্রন্থাগারটিতে রয়েছে।   

দশম শতাব্দীর আলেম ও তাসখন্দের ইমাম আবু বকর আশ-শাশি’র নামে নির্মিত এই কমপ্লেক্সটি তার মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দুইটি মাদরাসা, তিনটি মসজিদ, আল-বুখারি ইসলামি বিশ্ববিদ্যালয় এবং উজবেকিস্তানের মুসলিম বোর্ড এই কমপ্লেক্সের মধ্যে অর্ন্তভুক্ত রয়েছে। 

২০০৭ সালে এই কমপ্লেক্সটিকে তার মূল নকশা অনুযায়ী সংস্কার করা হয়। তবে এই প্রাচীন স্থাপনাটি ৫০০ বছরেরও অধিক পুরনো।    

সূত্র : ilmfeed.com

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here