নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বজ্রপাতে মধুমালা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার(১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত মধুমালা খাতুন উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর
গ্রামের মকছেদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে নিজ বাড়ির উঠানে কাজ করছিলো মধুমালা খাতুন। হালকা মেঘের সাথে বজ্রপাত হচ্ছিলো। বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ পরিবারের কাছে রয়েছে।