ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হরিনাকুন্ডুতে দেওয়াল চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:১৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাকচুয়া গ্রামে নির্মাণাধীন ভবনের দেওয়াল চাপা পড়ে শান্ত দাস (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৬ টার দিকে বাকচুয়া গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শান্ত দাস ওই গ্রামের রাম প্রসাদ দাস’র ছেলে।

স্থানীয় সংবাদকর্মী সবুজ শাহরিয়ার জানান, শিশু শান্ত বাড়ির পাশের প্রতিবেশী আলম হোসেনের নির্মাণাধীন ভবনে খেলা করছিলো। এক পর্যায়ে নির্মাণাধীন দেওয়ালের উপর খেলা করতে করতে দেওয়াল ধ্বসে তার গায়ের উপর পরে। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে পার্শবর্তী জোড়াদহ বাজারের গ্রাম্য চিকিৎসক আশরাফুল ইসলামের কাছে নিয়ে গেলে সে শান্তকে মৃত ঘোষনা করেন। মৃত শান্ত জোড়াদহ কামারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ছিলো।

হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ বলেন, একটি বাচ্চা মারা গেছে বলে শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

হরিনাকুন্ডুতে দেওয়াল চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

Update Time : ১০:১৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাকচুয়া গ্রামে নির্মাণাধীন ভবনের দেওয়াল চাপা পড়ে শান্ত দাস (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৬ টার দিকে বাকচুয়া গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শান্ত দাস ওই গ্রামের রাম প্রসাদ দাস’র ছেলে।

স্থানীয় সংবাদকর্মী সবুজ শাহরিয়ার জানান, শিশু শান্ত বাড়ির পাশের প্রতিবেশী আলম হোসেনের নির্মাণাধীন ভবনে খেলা করছিলো। এক পর্যায়ে নির্মাণাধীন দেওয়ালের উপর খেলা করতে করতে দেওয়াল ধ্বসে তার গায়ের উপর পরে। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে পার্শবর্তী জোড়াদহ বাজারের গ্রাম্য চিকিৎসক আশরাফুল ইসলামের কাছে নিয়ে গেলে সে শান্তকে মৃত ঘোষনা করেন। মৃত শান্ত জোড়াদহ কামারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ছিলো।

হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ বলেন, একটি বাচ্চা মারা গেছে বলে শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।