ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

ছবি সংগৃহীত-

 

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট অন্তর্বর্তী সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এছাড়া গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন। তাকে দেশে ফেরত আনার চেষ্টা করছে সরকার। তবে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে না বলে আভাস পাওয়া যাচ্ছে। পাসপোর্ট না থাকায় শেখ হাসিনা বিশ্বের আর কোনো দেশে যেতে না পেরে আপাতত ভারতেই রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তাকে ভারত সরকার ট্রাভেল পাস দিয়েছে বলে জানা গেছে। যদিও তিনি দিল্লিতে যেখানে আছেন সেখান থেকে কোথাও যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

শেখ হাসিনার পাশাপাশি ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের অনেকেই ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের অনেকের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

উপ-প্রেস সচিব বলেন, ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার।

পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, অফিসের পাশে কিছু দোকানকে ঘিরে দালালচক্র গড়ে ওঠে। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা করা হবে।

বছরের শুরুতে শিক্ষার্থীদের বই না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এবার সময়মত অনেকেই বই পায়নি, এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে।

সবুজদেশ/এসইউ

About Author Information

হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

Update Time : ০৮:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

 

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট অন্তর্বর্তী সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এছাড়া গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন। তাকে দেশে ফেরত আনার চেষ্টা করছে সরকার। তবে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে না বলে আভাস পাওয়া যাচ্ছে। পাসপোর্ট না থাকায় শেখ হাসিনা বিশ্বের আর কোনো দেশে যেতে না পেরে আপাতত ভারতেই রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তাকে ভারত সরকার ট্রাভেল পাস দিয়েছে বলে জানা গেছে। যদিও তিনি দিল্লিতে যেখানে আছেন সেখান থেকে কোথাও যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

শেখ হাসিনার পাশাপাশি ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের অনেকেই ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের অনেকের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

উপ-প্রেস সচিব বলেন, ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার।

পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, অফিসের পাশে কিছু দোকানকে ঘিরে দালালচক্র গড়ে ওঠে। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা করা হবে।

বছরের শুরুতে শিক্ষার্থীদের বই না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এবার সময়মত অনেকেই বই পায়নি, এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে।

সবুজদেশ/এসইউ