সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে চিঠিটি দেওয়া হয়েছে। পরে তা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। সেখান থেকে রেড নোটিশ জারির প্রক্রিয়া চূড়ান্ত রয়েছে।
জানা গেছে, শেখ হাসিনা ও তার ছেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে প্লট জালিয়াতি ও বিদেশে অর্থ পাচারের মতো অভিযোগও রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য আদালত ওয়ারেন্ট অব অ্যারেস্ট ইস্যু করেছেন। এই ওয়ারেন্ট কার্যকর করার জন্য এবং পলাতক আসামিদের চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসেও শেখ হাসিনাসহ মোট ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ আরো কয়েকজনের বিরুদ্ধেও রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। এসব আবেদন এখন ইন্টারপোলে প্রক্রিয়াধীন রয়েছে।
সবুজদেশ/এসএএস