ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ২২৯ বার পড়া হয়েছে।

ঢাকাঃ

হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুবায়ের আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি লালবাগ।

শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় লালবাগ থেকে ডিবি পুলিশের একটি দল জুবায়েরকে গ্রেফতার করে। জুবায়ের-এর বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা ছাড়াও বর্তমানে নাশকতার অপরাধে মামলা রয়েছে।

মোট কতগুলো মামলা রয়েছে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, এখনো নিশ্চিত না। তবে আগের মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এবারও তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।

মাওলানা জুবায়ের আহমেদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া তিনি মুফতি আমিনীর জামাতা হিসেবেও পরিচিত।

উল্লেখ্য, মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাত জন নেতাকে গ্রেফতার করা হলো।

Tag :

হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেফতার

Update Time : ০৮:৪৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১

ঢাকাঃ

হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুবায়ের আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি লালবাগ।

শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় লালবাগ থেকে ডিবি পুলিশের একটি দল জুবায়েরকে গ্রেফতার করে। জুবায়ের-এর বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা ছাড়াও বর্তমানে নাশকতার অপরাধে মামলা রয়েছে।

মোট কতগুলো মামলা রয়েছে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, এখনো নিশ্চিত না। তবে আগের মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এবারও তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।

মাওলানা জুবায়ের আহমেদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া তিনি মুফতি আমিনীর জামাতা হিসেবেও পরিচিত।

উল্লেখ্য, মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাত জন নেতাকে গ্রেফতার করা হলো।