অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের দুই ক্রিকেটার সাদমান ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী চিকিৎসা নিতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। দেশে ফিরেই হোম কোয়ারেন্টিনে চলে গেছেন তারা। অন্যদের সংস্পর্শ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন দুজনই।

তাদের সঙ্গে দেশটিতে যাওয়া টাইগার ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীও রয়েছেন আইসোলেশনে। করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলছেন তিনজনই।

বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ভুগছিলেন কব্জির চোটে। আর কাঁধের চোট জ্বালিয়ে মারছিল অনূর্ধ্ব-১৯ দলের পেসার মৃত্যুঞ্জয়কে। চিকিৎসার জন্য মার্চের শুরুতে দুই তরুণ ক্রিকেটারকেই অস্ট্রেলিয়ায় পাঠায় বিসিবি। দেখভালের জন্য তাদের সঙ্গে ছিলেন দেবাশিষ। সফল অস্ত্রোপচার শেষে ১৮ মার্চ দেশের মাটিতে পা রাখেন এ ত্রয়ী।

স্বেচ্ছা অন্তরণে থাকার কথা স্বীকার করেছেন দেবাশিষ। তিনি বলেন, দুই দিন আগে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছি। অস্ত্রোপচার শেষে আমার সঙ্গে দেশে ফিরেছে সাদমান ও মৃত্যুঞ্জয় । আমরা তিনজনই হোম কোয়ারেন্টিনে আছি। সরকারি নির্দেশ মানতেই হবে। আমরা না মানলে অন্যদের জন্য তা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here