ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে পুলিশ পরিচয়ে ঝিনাইদহের সাংবাদিককে কল, যা জানা গেল

 

‘আমি ডিএমপি কমিশনার ঢাকা অফিস থেকে বলছি। আপনার হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে একটি গ্রুপ খোলা হয়েছে। সেই গ্রুপ থেকে পুলিশের আইজিপি ও ডিআইজিসহ পুলিশ বিভাগের কর্মকর্তাদের গালিগালাজ করা হচ্ছে আপনি কি জানেন? যদি না জেনে থাকেন তবে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ সেটআপ করে দিচ্ছি।’ এমন ভীতিকর কথা বলে ঝিনাইদহের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন করা হচ্ছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের কাছে একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পুলিশ হেডকোয়ার্টার থেকে সোহায়েল পরিচয় দিয়ে ফোন করা হয়। প্রতারক চক্রের কথায় বিচলিত হয়ে সাংবাদিক আসিফ কাজল ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবার সেলের এক কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

ডিবি পুলিশের সাইবার সেলের ওই কর্মকর্তারা জানান, এরা প্রতারকচক্র এবং তাদের অবস্থান রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি আরো জানান, ঝিনাইদহসহ সারাদেশে এই প্রতারক চক্রটি প্রতারণার জাল বিস্তার করে টাকা হাতিয়ে নিচ্ছে।

তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের সাবেক এক অধ্যক্ষ ও শহরের এক কাপড় ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে প্রথমে ভীতি সৃষ্টি করে মোবাইল এক্সেস হাতিয়ে নিয়েছে। অনেকে প্রতারণার খপ্পরে পড়ে টাকাও দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে হোয়াটসঅ্যাপ নম্বরে পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের এই ফোন পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন।

ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল বলেন, হোয়াটসঅ্যাপ থেকে প্রথমে ফোন দিলে বিশ্বাস করি এবং কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। এর কিছুক্ষণ পর কিছু কৌতূহলী হয়ে ঝিনাইদহ পুলিশের সাইবার টিমের কাছে জানার চেষ্টা করি। তখন সাইবার টিম আমাকে জানায় এরা প্রতারক চক্র। তারা জানায় এই প্রতারকচক্র মানুষের ফোনের কন্ট্রোল নিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়া নেয়।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, প্রযুক্তির প্রসারে প্রতারক চক্রও সক্রিয়। তারা সুবিধা নিয়ে মানুষকে ক্ষতি করছে। প্রতারকদের হাত থেকে বাঁচতে হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অধিক সচেতন হতে হবে। তাছাড়া প্রতারকদের ধরতে প্রতিনিয়ত ঝিনাইদহ জেলা পুলিশ ও সাইবার সেল নিয়মিত অভিযান পরিচালনা করছে।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে পুলিশ পরিচয়ে ঝিনাইদহের সাংবাদিককে কল, যা জানা গেল

Update Time : ০৭:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

 

‘আমি ডিএমপি কমিশনার ঢাকা অফিস থেকে বলছি। আপনার হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে একটি গ্রুপ খোলা হয়েছে। সেই গ্রুপ থেকে পুলিশের আইজিপি ও ডিআইজিসহ পুলিশ বিভাগের কর্মকর্তাদের গালিগালাজ করা হচ্ছে আপনি কি জানেন? যদি না জেনে থাকেন তবে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ সেটআপ করে দিচ্ছি।’ এমন ভীতিকর কথা বলে ঝিনাইদহের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন করা হচ্ছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের কাছে একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পুলিশ হেডকোয়ার্টার থেকে সোহায়েল পরিচয় দিয়ে ফোন করা হয়। প্রতারক চক্রের কথায় বিচলিত হয়ে সাংবাদিক আসিফ কাজল ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবার সেলের এক কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

ডিবি পুলিশের সাইবার সেলের ওই কর্মকর্তারা জানান, এরা প্রতারকচক্র এবং তাদের অবস্থান রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি আরো জানান, ঝিনাইদহসহ সারাদেশে এই প্রতারক চক্রটি প্রতারণার জাল বিস্তার করে টাকা হাতিয়ে নিচ্ছে।

তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের সাবেক এক অধ্যক্ষ ও শহরের এক কাপড় ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে প্রথমে ভীতি সৃষ্টি করে মোবাইল এক্সেস হাতিয়ে নিয়েছে। অনেকে প্রতারণার খপ্পরে পড়ে টাকাও দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে হোয়াটসঅ্যাপ নম্বরে পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের এই ফোন পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন।

ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল বলেন, হোয়াটসঅ্যাপ থেকে প্রথমে ফোন দিলে বিশ্বাস করি এবং কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। এর কিছুক্ষণ পর কিছু কৌতূহলী হয়ে ঝিনাইদহ পুলিশের সাইবার টিমের কাছে জানার চেষ্টা করি। তখন সাইবার টিম আমাকে জানায় এরা প্রতারক চক্র। তারা জানায় এই প্রতারকচক্র মানুষের ফোনের কন্ট্রোল নিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়া নেয়।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, প্রযুক্তির প্রসারে প্রতারক চক্রও সক্রিয়। তারা সুবিধা নিয়ে মানুষকে ক্ষতি করছে। প্রতারকদের হাত থেকে বাঁচতে হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অধিক সচেতন হতে হবে। তাছাড়া প্রতারকদের ধরতে প্রতিনিয়ত ঝিনাইদহ জেলা পুলিশ ও সাইবার সেল নিয়মিত অভিযান পরিচালনা করছে।

সবুজদেশ/এসএএস