ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয়ের মাধ্যমে হোয়াইটওয়াশের লজ্জার হাত থেকে বাঁচল পাকিস্তান ক্রিকেট দল। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং দৃঢ়তায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে সফররতরা।

এ ম্যাচে হারলেও, ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল কিউইরা। আগে ব্যাট করে ১৭৩ রান করে স্বাগতিকরা। জবাবে ৬ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

নেপিয়ারে টস হেরে ব্যাট করতে নেমে মনমতো শুরু পায়নি নিউজিল্যান্ড। দলীয় ৪০ রানের মাথায় ব্যক্তিগত ১৯ রানে ফেরেন মার্টিন গাপটিল।অধিনায়ক কেন উইলিয়ামসনও টেকেননি বেশিক্ষণ। তার সংগ্রহ মাত্র ১ রান।
তবে অন্যপ্রান্তে দুর্দান্ত খেলছিলেন ওপেনার টিম সেইফার্ট। ২০ বলে ৩৫ রান করে আউট হন তিনি। এরপর ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস মিলে গড়েন ৫১ রানের জুটি। কনওয়ে করেন ৬৩ রান। আর ফিলিপসের সংগ্রহ ৩১ রান।
শেষদিকে জিমি নিশাম কিংবা টিম সাউদিরা প্রত্যাশিত ঝড় তুলতে পারেন নি। নির্ধারিত ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৭৩ রান। পাক পেসার ফাহিম আশরাফ নেন ৩টি উইকেট।

জবাব দিতে নেমে পাকিস্তানও দলীয় ৪০ রানে হারায় ১ম উইকেট। ১১ রান করে ফিরে যান ওপেনার হায়দার আলী। কিন্তু দারুণ ফর্মে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ আর উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ২য় উইকেটে হাল ধরেন। দু’জনে গড়েন ৭২ রানের জুটি। হাফিজ ৪১ রানে আউট হবার পর, যোগ্য সমর্থন পাননি রিজওয়ান। দ্রুতই সাজঘরে ফেরেন খুশদিল, ফাহিম ও শাদাব খান।

তবে একপ্রান্ত আগলে রাখেন রিজওয়ান। তিনি খেলেন ৫৯ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস। ইনিংসের শেষ ওভারে তিনি আউট হলেও, ততক্ষণে দলের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। বাকি কাজটুকু সারেন ইফতিখার আহমেদ।

About Author Information
আপডেট সময় : ১০:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
২১৭ Time View

হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

আপডেট সময় : ১০:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

সবুজদেশ ডেস্কঃ

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয়ের মাধ্যমে হোয়াইটওয়াশের লজ্জার হাত থেকে বাঁচল পাকিস্তান ক্রিকেট দল। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং দৃঢ়তায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে সফররতরা।

এ ম্যাচে হারলেও, ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল কিউইরা। আগে ব্যাট করে ১৭৩ রান করে স্বাগতিকরা। জবাবে ৬ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

নেপিয়ারে টস হেরে ব্যাট করতে নেমে মনমতো শুরু পায়নি নিউজিল্যান্ড। দলীয় ৪০ রানের মাথায় ব্যক্তিগত ১৯ রানে ফেরেন মার্টিন গাপটিল।অধিনায়ক কেন উইলিয়ামসনও টেকেননি বেশিক্ষণ। তার সংগ্রহ মাত্র ১ রান।
তবে অন্যপ্রান্তে দুর্দান্ত খেলছিলেন ওপেনার টিম সেইফার্ট। ২০ বলে ৩৫ রান করে আউট হন তিনি। এরপর ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস মিলে গড়েন ৫১ রানের জুটি। কনওয়ে করেন ৬৩ রান। আর ফিলিপসের সংগ্রহ ৩১ রান।
শেষদিকে জিমি নিশাম কিংবা টিম সাউদিরা প্রত্যাশিত ঝড় তুলতে পারেন নি। নির্ধারিত ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৭৩ রান। পাক পেসার ফাহিম আশরাফ নেন ৩টি উইকেট।

জবাব দিতে নেমে পাকিস্তানও দলীয় ৪০ রানে হারায় ১ম উইকেট। ১১ রান করে ফিরে যান ওপেনার হায়দার আলী। কিন্তু দারুণ ফর্মে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ আর উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ২য় উইকেটে হাল ধরেন। দু’জনে গড়েন ৭২ রানের জুটি। হাফিজ ৪১ রানে আউট হবার পর, যোগ্য সমর্থন পাননি রিজওয়ান। দ্রুতই সাজঘরে ফেরেন খুশদিল, ফাহিম ও শাদাব খান।

তবে একপ্রান্ত আগলে রাখেন রিজওয়ান। তিনি খেলেন ৫৯ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস। ইনিংসের শেষ ওভারে তিনি আউট হলেও, ততক্ষণে দলের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। বাকি কাজটুকু সারেন ইফতিখার আহমেদ।