নিজস্ব প্রতিবেদক:
গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ঝিনাইদহ প্রিয়া সিনেমা হলের সামনে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
এ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে খন্ড খন্ড মিছিল সহকারে জেলা উপজেলার নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হয়। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড।
এসময় জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গণতন্ত্রকে হত্যা করে মানুষের স্বাধীনতাকে হরণ করে অবৈধভাবে এই আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ বিএনপি’র ডাকে সারা দিয়ে অবৈধ সরকার অপসারনে অংশ নিবে।