ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

১৫ কোটি টাকার সোনাসহ দুই পাচারকারী আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে।

যশোরঃ

ভারতে পাচারের সময় ১৬ কেজি ৫শ’ ১২ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি।

গতকাল বুধবার রাত ১০টার দিকে যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত একজন কুমিল্লা জেলার দাউদকান্দির মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) এবং অপরজন চাঁদপুর জেলার মতলব উত্তরের ইসলামপুর গ্রামের আব্দুল বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, যশোর বেনাপোল হাইওয়ে দিয়ে পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের দিকে যাবে এমন খবরের ভিত্তিতে যশোর বেনাপোল হাইওয়ের আমড়াখালি বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি পিকআপ ভ্যানের গতিরোধ করা হয়।

এ সময় পিকআপ ভ্যানটি তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি ৬৬ লাখ টাকা। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

১৫ কোটি টাকার সোনাসহ দুই পাচারকারী আটক

Update Time : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

যশোরঃ

ভারতে পাচারের সময় ১৬ কেজি ৫শ’ ১২ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি।

গতকাল বুধবার রাত ১০টার দিকে যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত একজন কুমিল্লা জেলার দাউদকান্দির মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) এবং অপরজন চাঁদপুর জেলার মতলব উত্তরের ইসলামপুর গ্রামের আব্দুল বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, যশোর বেনাপোল হাইওয়ে দিয়ে পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের দিকে যাবে এমন খবরের ভিত্তিতে যশোর বেনাপোল হাইওয়ের আমড়াখালি বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি পিকআপ ভ্যানের গতিরোধ করা হয়।

এ সময় পিকআপ ভ্যানটি তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি ৬৬ লাখ টাকা। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।