ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২০ বছর গুহায় থেকেও ভ্যাকসিন নিলেন তিনি

Reporter Name

২০ বছর গুহায় থেকেও ভ্যাকসিন নিলেন তিনি

সবুজদেশ ডেস্কঃ

প্রায় ২০ বছর ধরে একটি গুহায় থাকেন পান্টা পেট্রিক। সার্বিয়ার স্টারা প্লানিয়া পবর্তের গুহায় থাকা ওই ব্যক্তিও করোনাভাইরাসের খবর পেয়ে টিকা নিয়েছেন। এ ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছে স্থানীয়দের মধ্যে।

করোনা মহামারি নিয়ে লড়াই করছে বিশ্ববাসী। দেড় বছর ধরে মানুষের সঙ্গে বসবাস করছে এই ভাইরাসটি। কিন্তু সার্বিয়ার দক্ষিণাঞ্চলীয় এক পাহাড়ের গুহায় ২০ বছর ধরে টানা অবস্থান করছেন ৭০ বছর বয়সী পান্টা পেট্রিক। মানুষ থেকে দূরে থেকেও অবিশ্বাস্যভাবেই করোনার খবর পান তিনি।

পেট্রিক প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে একদিন সুপারমার্কেটে গিয়ে করোনা সম্পর্কে জানতে পারেন। মহামারি সম্পর্কে অবগত হওয়া মাত্রই করোনার টিকা নেওয়ার সিদ্ধান্ত নেন। টিকা নেওয়ার পর তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, করোনায় কোন বিশ্বাস নেই। আমার গুহাতেও যেকোনোও সময় হানা দিতে পারে। তাই ভ্যাকসিন নিয়ে নিলাম।

পেট্রিক যে গুহায় বাস করেন সেখানে যাওয়ার সহজ কোনো রাস্তা নেই। খাড়া পাহাড় পাড়ি দিয়ে তবেই পেট্রিকের গুহায় পৌঁছানো যায়। সেখান থেকেই জরুরি প্রয়োজনে হঠাৎ বের হন তিনি। 

About Author Information
আপডেট সময় : ১২:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
১৬৩ Time View

২০ বছর গুহায় থেকেও ভ্যাকসিন নিলেন তিনি

আপডেট সময় : ১২:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১

সবুজদেশ ডেস্কঃ

প্রায় ২০ বছর ধরে একটি গুহায় থাকেন পান্টা পেট্রিক। সার্বিয়ার স্টারা প্লানিয়া পবর্তের গুহায় থাকা ওই ব্যক্তিও করোনাভাইরাসের খবর পেয়ে টিকা নিয়েছেন। এ ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছে স্থানীয়দের মধ্যে।

করোনা মহামারি নিয়ে লড়াই করছে বিশ্ববাসী। দেড় বছর ধরে মানুষের সঙ্গে বসবাস করছে এই ভাইরাসটি। কিন্তু সার্বিয়ার দক্ষিণাঞ্চলীয় এক পাহাড়ের গুহায় ২০ বছর ধরে টানা অবস্থান করছেন ৭০ বছর বয়সী পান্টা পেট্রিক। মানুষ থেকে দূরে থেকেও অবিশ্বাস্যভাবেই করোনার খবর পান তিনি।

পেট্রিক প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে একদিন সুপারমার্কেটে গিয়ে করোনা সম্পর্কে জানতে পারেন। মহামারি সম্পর্কে অবগত হওয়া মাত্রই করোনার টিকা নেওয়ার সিদ্ধান্ত নেন। টিকা নেওয়ার পর তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, করোনায় কোন বিশ্বাস নেই। আমার গুহাতেও যেকোনোও সময় হানা দিতে পারে। তাই ভ্যাকসিন নিয়ে নিলাম।

পেট্রিক যে গুহায় বাস করেন সেখানে যাওয়ার সহজ কোনো রাস্তা নেই। খাড়া পাহাড় পাড়ি দিয়ে তবেই পেট্রিকের গুহায় পৌঁছানো যায়। সেখান থেকেই জরুরি প্রয়োজনে হঠাৎ বের হন তিনি।