মোঃ হুমায়ুন কবির নাটোর: মহান স্বাধীনতার আলোকে,
আসুন জানি নিজের মূল্যবান রক্তের গ্রুপ।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে,নাটোর সংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম আয়োজন করেছে নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ,স্বেচ্ছায় রক্তদাতাদের এই যুব সংগঠনের এটি ছিল আয়োজিত ২০ তম কার্যক্রম,যেখানে ১৭০ জন সাঃ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়,উক্ত কার্যক্রম পরিচালনায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা জনাব ইখতিয়ারুল হক ও সভাপতি অনিক সরকার, এছারাও সাঃ সম্পাদক মাসুদ রানা ও রেড ক্রিসেণ্টের টেকনোলজিষ্ট কাজল মন্ডল পরিচালনা করেন উক্ত রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম,এ সম্পর্কে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা ইখতিয়ারুল হক বলেন,প্রতিনিয়ত দেশের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে থাকে নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ,আগামী দিনেও তা অব্যাহত থাকবে,মানবতার প্রতিটি জায়গায় আমরা নিজেদের অবস্থান অবস্যই সুনিশ্চিত করে যাব প্রতিনিয়ত। কার্যক্রমে সংগঠনের বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে,এছারাও সংগঠনের সহঃসভাপতি নাজমূল আহম্মেদ,যুগ্নঃ সম্পাদক রওনক হাসান সহ সকল স্বেচ্ছাসেবক,সেবীকাদের অংশগ্রহণে কার্যক্রমটি প্রাণের মিলনমেলায় পরিণত হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here