ঢাকাঃ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য বালিশসহ যন্ত্রপাতি ক্রয়ের যে প্রস্তাব দেয়া হয়েছে সেটি ভুল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের শহীদ ডা. মিলন হলে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পের কাজ শুরু হওয়ার আগেই প্রতিটি বালিশের দাম ধরা হয়েছে ২৭ হাজার, রেক্সিনের দাম ৮৪ হাজার টাকাসহ ১২টি আইটেমে গরমিল পেয়েছে পাওয়া গেছে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি একটি প্রস্তাব। তবে এধরনের প্রস্তাবও এক ধরনের দুর্নীতি। এই প্রকল্প প্রস্তাব খতিয়ে দেখে যারা এর পেছনে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, প্রস্তাবটি এখনও অনুমোদন হয়নি। এসব ভুল যাচাই-বাছাই করে এটি প্রি-একনেকে অনুমোদন হবে। এরও পরে প্রকল্প পাসের জন্য একনেকে উঠবে। এখন প্রি-একনেকেই এটা অনুমোদন হয়নি। যেখানে ভুলভ্রান্তি হয়েছে, সেগুলো অবশ্যই ঠিক করে দেব।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here