সবুজদেশ ডেক্সঃ ফেসবুকের প্রায় তিন কোটি অ্যাকাউন্টের (২ কোটি ৯০ লাখ) তথ্য হ্যাকাররা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

বিষয়টিকে নিরাপত্তা বিপর্যয় হিসেবে স্বীকার করে শুক্রবার রাতে ফেসবুক জানায়, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে ২ কোটি ৯০ লাখ আইডি হ্যাকাররা দুই ধাপে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। হ্যাকাররা প্রথমে ১৫ মিলিয়ন (১ কোটি ৫০ লাখ) আইডির ব্যক্তিগত তথ্য নিয়েছে। এর মধ্যে ওই আইডিগুলোর নাম, ফোন নম্বর, ই-মেইল ইত্যাদি রয়েছে।

দ্বিতীয় ধাপে হ্যাকাররা, ১৪ মিলিয়ন (১ কোটি ৪০ লাখ) আইডির নাম (আইডি নেম), জেন্ডার, লোকেশন, রিলেশনশীপ স্ট্যাটাস, হোম টাউন, সিটি, ধর্ম, জন্মদিন, জন্মস্থান, কর্মস্থল, শিক্ষাগত প্রতিষ্ঠানের নামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এফবিআইয়ের সঙ্গে এ বিষয়টি নিয়ে যোগাযোগ করেছে, ইতোমধ্যে এফবিআই অনুসন্ধান ও তদন্ত শুরু করেছে। এর পেছনে কে বা কারা জড়িত রয়েছে তা তদন্তের স্বার্থে বলা যাবে না। তবে খুব শীঘ্রই এফবিআই তাদের চিহ্নিত করবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here