৩০ ডিসেম্বর সারাদেশে বিজয় দিবস পালন করবে আ’লীগ
সবুজদেশ ডেস্কঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার ৩০ ডিসেম্বর সারাদেশে বিজয় দিবস পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার রাত ৯ টার দিকে দলের সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দনে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিন সারাদেশে বিজয় র্যালী, সভা-সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেন তিনি। এরপর তিনি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।