ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৪১ রানের সহজ লক্ষ্যে পৌছাতে পারল না বাংলাদেশ

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

নারী এশিয়া কাপে চার ম্যাচে দুই জয়ের পর আজ সোমবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না সালমা খাতুন-নিগার সুলতানা জ্যোতিদের। এই ম্যাচ হেরে সর্বনাশ। সেমির স্বপ্ন এখন অনেকটাই ধূসর।

বৃষ্টি আইনে লঙ্কানদের দেওয়া ৪১ রান করতে পারেনি টাইগ্রেসরা। ম্যাচ হেরেছে ৩ রানে। নির্ধারিত ৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে নারী দল সংগ্রহ করে ৩৭ রান।

সোমবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু বৃষ্টির বাধায় লঙ্কান নারী দল পারেনি ২০ ওভার ব্যাট করতে। ১৮.১ ওভারে ৮৩ রান সংগ্রহ করার পরই সিলেটে হানা দেয় বৃষ্টি! পরে আর ব্যাটে নামতে পারেনি লঙ্কান মেয়েরা। বৃষ্টি আইনে টাইগ্রেসদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে জিততে শেষ ২ ওভারে দরকার ছিল ১৪ রান। এরপরের এক ওভারের বিপর্যয়ে সবশেষ। তারপর শেষ ওভারে দরকার ছিল ১১ রান। সালমা খাতুন ও রিতু মনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন নি। পঞ্চম বলে রান আউট হন সালমা (২)। শেষ বলে জিততে চাই ৬ রান। ওয়াইড দিলে দরকার পরে ৫ রান। চার মারলেই সমতা হতো। কিন্তু রিতু নেন এক রান।

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ রানে হেরে সেমিফাইনালে উঠার পথটা বেশ কঠিন হয়ে গেল স্বাগতিকদের।

About Author Information
আপডেট সময় : ১২:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
১৬৬ Time View

৪১ রানের সহজ লক্ষ্যে পৌছাতে পারল না বাংলাদেশ

আপডেট সময় : ১২:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২

সবুজদেশ ডেস্কঃ

নারী এশিয়া কাপে চার ম্যাচে দুই জয়ের পর আজ সোমবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না সালমা খাতুন-নিগার সুলতানা জ্যোতিদের। এই ম্যাচ হেরে সর্বনাশ। সেমির স্বপ্ন এখন অনেকটাই ধূসর।

বৃষ্টি আইনে লঙ্কানদের দেওয়া ৪১ রান করতে পারেনি টাইগ্রেসরা। ম্যাচ হেরেছে ৩ রানে। নির্ধারিত ৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে নারী দল সংগ্রহ করে ৩৭ রান।

সোমবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু বৃষ্টির বাধায় লঙ্কান নারী দল পারেনি ২০ ওভার ব্যাট করতে। ১৮.১ ওভারে ৮৩ রান সংগ্রহ করার পরই সিলেটে হানা দেয় বৃষ্টি! পরে আর ব্যাটে নামতে পারেনি লঙ্কান মেয়েরা। বৃষ্টি আইনে টাইগ্রেসদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে জিততে শেষ ২ ওভারে দরকার ছিল ১৪ রান। এরপরের এক ওভারের বিপর্যয়ে সবশেষ। তারপর শেষ ওভারে দরকার ছিল ১১ রান। সালমা খাতুন ও রিতু মনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন নি। পঞ্চম বলে রান আউট হন সালমা (২)। শেষ বলে জিততে চাই ৬ রান। ওয়াইড দিলে দরকার পরে ৫ রান। চার মারলেই সমতা হতো। কিন্তু রিতু নেন এক রান।

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ রানে হেরে সেমিফাইনালে উঠার পথটা বেশ কঠিন হয়ে গেল স্বাগতিকদের।