আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ৬ নভেম্বর থেকে দলটি এ কার্যক্রম শুরু করে। আগামী ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে। তবে কতসংখ্যক প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে তা এখনো স্পষ্ট করে জানায়নি দলটি।
অবশ্য এনসিপির একাধিক সূত্র বলছে, প্রাথমিক পর্যায়ে ১০০ আসনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে। এসব আসনের মধ্যে ৪৬ জনের প্রার্থিতা প্রায় চূড়ান্ত।
দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে প্রচলিত পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করে নির্বাচনে নতুন প্রজন্ম, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের বের করে আনতে চায় এনসিপি। এর জন্য শিক্ষিত, সৎ, নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন ভাবমূর্তিকে মানদণ্ড ধরে প্রার্থী নির্বাচন করা হচ্ছে।
এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব কালের কণ্ঠকে বলেন, ‘আমরা দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক কমিটি গঠন করছি। পাশাপাশি আসনভিত্তিক কারা কারা কাজ করছেন তা নিয়েও আলাপ-আলোচনা চলছে।’
৪৬ আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত : জানা গেছে, এনসিপির প্রার্থিতা যাচাই-বাছাইয়ে এ পর্যন্ত ৪৬ আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত করা হয়েছে। এই ৪৬ আসনের মধ্যে ১২ আসনে এনসিপির শীর্ষ ১০ নেতা ও অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা রয়েছেন বলে দলটির সূত্র নিশ্চিত করেছে।
এনসিপির শীর্ষ নেতৃত্বের মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ ও সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা-১২ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্মীপুর-১ আসন থেকে প্রার্থী করা হচ্ছে। তবে গতকাল রবিবার থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন বলে আলোচনা শুরু হয়েছে। তিনি গতকাল ঢাকা-১০ আসনের ভোটার হতে আবেদন করেছেন। এ কারণে অনেকে বলছেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হতে পারেন।
এ ছাড়া দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে ভোলা-১, আরিফুল ইসলাম আদিবকে ঢাকা-১৪, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে ঢাকা-৯, মনিরা শারমিনকে নওগাঁ-৫, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে পঞ্চগড়-১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা-৪, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা-১৮ ও সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে নোয়াখালী-৬ আসন থেকে প্রার্থী করা হচ্ছে। এর মধ্যে অনেকে নিজ নিজ এলাকায় প্রচারণা শুরুর প্রস্তুতিও নিচ্ছেন।
শীর্ষ নেতৃত্বের বাইরে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে নরসিংদী-২, যুগ্ম আহ্বায়ক আকরাম হুসেইনকে ঢাকা-১৩, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আমিনকে নারায়ণগঞ্জ-৪, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে কুষ্টিয়া-১, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হককে চট্টগ্রাম-১৬, ফেনী-২ আসন থেকে যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের প্রার্থিতা প্রায় চূড়ান্ত করা হয়েছে।
আর ঢাকা-৫ আসনে মো. নিজাম উদ্দিন, সিরাজগঞ্জ-৫ আসনে মাহিন সরকার, পটুয়াখালী-২ আসনে মুজাহিদুল ইসলাম শাহিন, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশরাফ উদ্দীন মাহাদী, সিরাজগঞ্জ-২ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, কুমিল্লা-১০ আসনে জয়নাল আবেদীন শিশির, বাগেরহাট-৩ আসনে মোল্লা রহমতুল্লাহ, ফেনী-১ আসনে এহসানুল মাহবুব জোবায়ের, নীলফামারী-৪ আসনে আবু সাঈদ লিয়ন, ঠাকুরগাঁও-৩ আসনে গোলাম মর্তুজা সেলিম, ঝালকাঠি-১ আসনে আরিফুর রহমান তুহিন, মেহেরপুর-২ আসনে সাকিল আহমাদ, ময়মনসিংহ-৯ আসনে আশিকিন আলম, নারায়ণগঞ্জ-৩ আসনে তুহিন মাহমুদ, নরসিংদী-৫ আসনে আবদুল্লাহ আল ফয়সাল, ময়মনসিংহ ১০ আসনে মো. মাজহারুল ইসলাম, ঢাকা-৬ আসনে খান মুহাম্মদ মুরসালীন, কুমিল্লা-৬ আসনে নাভিদ নওরোজ শাহ্, ময়মনসিংহ-৫ আসনে মিরাজ মেহরাব তালুকদার, নরসিংদী-৩ আসনে আবদুল্লাহিল মামুন নিলয়, ঢাকা-২ আসনে মো. ইমরান হোসেন, নেত্রকোনা-২ আসনে ফাহিম রহমান খান পাঠান, মেহেরপুর-১ আসনে সোহেল রানা, রাজবাড়ী-২ আসনে সাইয়েদ জামিল, পার্বত্য খাগড়াছড়ি আসনে অ্যাডভোকেট মনজিলা ঝুমা ও চুয়াডাঙ্গা-২ আসনে মোল্লা ফারুক এহসানের প্রার্থিতা প্রায় চূড়ান্ত করা হয়েছে।
খালেদা জিয়া, তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের আসনে প্রার্থী না দেওয়ার চিন্তা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চিন্তা করলেও দলটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আসনে কোনো প্রার্থী না দেওয়ার কথা চিন্তা করছে।
এনসিপির নেতাকর্মীরা বলছেন, পারস্পরিক সমঝোতার কথা চিন্তা করেই বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও শফিকুর রহমানের আসনে প্রার্থী না দিয়ে তাঁদের প্রতি সম্মান জানাতে চায় এনসিপি। তাঁদের আশা, বিএনপি-জামায়াতসহ অন্য দলগুলোও জুলাই গণ-অভ্যুত্থানের নেতা হিসেবে এনসিপির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে সম্মান জানিয়ে তাঁদের আসনে প্রার্থী ঘোষণা করবে না।
তবে বেগম খালেদা জিয়ার আসন ছাড়া অন্য কারো আসন বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, ‘এ বিষয়ে সে রকম কোনো আলাপ এখনো হয়নি। আমাদের শুধু খালেদা জিয়ার বিষয়ে আলাপ হয়েছিল। কিন্তু বাকিদের নিয়ে এখনো আলাপ হয়নি।’
সবুজদেশ/এসএএস
সবুজদেশ ডেস্ক: 






















