৬ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার
কুষ্টিয়ায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিজিবি সাড়ে ছয় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে পোড়াদহ স্টেশনে এই মালিকবিহিন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১২ বোতল এলএসডি ও ০.৫৩০ কেজি হিরোইন, যার বাজার মূল্য ছয় কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহাবুব মুর্শেদ রহমান পিএসসি জানাান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিবেল সাড়ে ৪টায় পোড়াদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় একটি মামলা করা হয়েছে।
সবুজদেশ/এসইউ