৮ বছর পর মোচিক শ্রমিক ইউনিয়নের ভোট, উৎসবের আমেজ
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৮ বছর পর ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত দক্ষিণবঙ্গের ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি. নং খুলনা-৩৫৮) এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে চিনিকল এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো চিনিকল এলাকা। রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
জানা গেছে, গত ২৫ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর ৩০ ডিসেম্বর মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ স্থগিত আদেশ দেওয়া হয়েছিল। পরে গত ১ জানুয়ারি মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস (মহাব্যবস্থাপক অর্থ) স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিত আদেশ প্রত্যাহার ও পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ি ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ পদের বিপরীতে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ-সাধারণ পদে ২ পদের বিপরীতে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১২ জন সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন।
কয়েকজন প্রার্থী সবুজদেশ নিউজকে জানান, দীর্ঘদিন পর মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিগত সরকারের আমলে সাধারণ শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জোরপূর্বক কমিটি গঠন করা হয়েছে। এবার দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে শ্রমিকরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন জানান, নির্বাচনে প্রার্থীতা যাচাই-বাছাই শেষ হয় ২৯ ডিসেম্বর। প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয় ৩০ ডিসেম্বর। দ্বি-বার্ষিক এ সাধারণ নির্বাচনে ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৯ জন। মোট ৫৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার রয়েছেন ১০ জন।
এদিকে দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে মিলের হাউজ ও বিদ্যুৎ বিভাগে সদস্য পদে রিয়াজ উদ্দিন ও ওয়ার্কসপ ও বয়লিং হাউজের সদস্য পদে ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস সবুজদেশ নিউজকে বলেন, ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
সবুজদেশ/এসইউ/এসএএস