ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৯৯৯ এ ভ্যানচালকের ফোন, ত্রাণ পৌঁছে দিল কালীগঞ্জ থানা পুলিশ

Reporter Name

বিশেষ প্রতিনিধিঃ

করোনা ভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। দেশেও সব কিছু স্থবির হয়ে গেছে। কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। উপায় না পেয়ে হটলাইন ৯৯৯ এ ফোন করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামের এক ভ্যানচালক।

ওই ভ্যানচালক জানান,  তিন-ভাই বোনের মধ্যে সবার বড়। বাবা ও দিনমজুরের কাজ করে। ওই ভ্যানচালকের উপার্জনে চলে সংসারের খরচ। ভ্যানের ভাড়া না হওয়ায় বাড়িতে খাবার সামগ্রী ছিল না। অন্য কোন স্থান থেকে খাদ্য সামগ্রী না পেয়ে তিনি শুক্রবার রাতে ফোন দেন হটলাইন ৯৯৯ নম্বরে। রাতেই তিনি কোলাবাজার পুলিশ ক্যাম্পের আইসির কাছ থেকে খাদ্য সামগ্রী পেয়েছেন বলে জানান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, করোনা ভাইরাস এর বিস্তার রোধে ঘরবন্দি রোধে ঘরবন্দি দরিদ্র ভ্যানচালক শুক্রবার রাতে ৯৯৯ তে ফোন দেন। বিষয়টি জানামাত্রই ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান স্যারের দেওয়া খাবারের ব্যাগ কোলা ক্যাম্প আইসি এসআই আবুল কাশেমের মাধ্যমে রাতেই ভ্যানচালকের বাড়ি ত্রাণের প্যাকেট পৌঁছিয়ে দেওয়া হয়।  

About Author Information
আপডেট সময় : ১০:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
৬৫৩ Time View

৯৯৯ এ ভ্যানচালকের ফোন, ত্রাণ পৌঁছে দিল কালীগঞ্জ থানা পুলিশ

আপডেট সময় : ১০:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০

বিশেষ প্রতিনিধিঃ

করোনা ভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। দেশেও সব কিছু স্থবির হয়ে গেছে। কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। উপায় না পেয়ে হটলাইন ৯৯৯ এ ফোন করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামের এক ভ্যানচালক।

ওই ভ্যানচালক জানান,  তিন-ভাই বোনের মধ্যে সবার বড়। বাবা ও দিনমজুরের কাজ করে। ওই ভ্যানচালকের উপার্জনে চলে সংসারের খরচ। ভ্যানের ভাড়া না হওয়ায় বাড়িতে খাবার সামগ্রী ছিল না। অন্য কোন স্থান থেকে খাদ্য সামগ্রী না পেয়ে তিনি শুক্রবার রাতে ফোন দেন হটলাইন ৯৯৯ নম্বরে। রাতেই তিনি কোলাবাজার পুলিশ ক্যাম্পের আইসির কাছ থেকে খাদ্য সামগ্রী পেয়েছেন বলে জানান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, করোনা ভাইরাস এর বিস্তার রোধে ঘরবন্দি রোধে ঘরবন্দি দরিদ্র ভ্যানচালক শুক্রবার রাতে ৯৯৯ তে ফোন দেন। বিষয়টি জানামাত্রই ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান স্যারের দেওয়া খাবারের ব্যাগ কোলা ক্যাম্প আইসি এসআই আবুল কাশেমের মাধ্যমে রাতেই ভ্যানচালকের বাড়ি ত্রাণের প্যাকেট পৌঁছিয়ে দেওয়া হয়।