ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২ (ভিডিও)
ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে বলে জানান কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর।
নিহতরা হলেন- উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)।
এলাকাবাসী জানান, মিজানুর রহমান নামে এক ব্যক্তির কারখানার বয়লারে আজ বিকেলে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল। এসময় বয়লারটি বিস্ফোরিত হয়। কারখানার শ্রমিক মিল্টন ও রাম ঘটনাস্থলেই মারা যান। আহত একজনকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী টিটন খান বলেন, “এখানে কাঠ রিফাইন করা হয়। সন্ধ্যার আগ দিয়ে বিকট শব্দ হলে ছুটে এসে দেখি দুই জন মারা গেছেন। আর একজন গুরুতর আহত। বিকট শব্দে আশপাশের এলাকা কেপে ওঠে।”
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাফসান রহমান বলেন, “পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুইজনকে মৃত ও একজনকে আহত অবস্থায় নিয়ে আসে। আহত ব্যক্তিকে যশোরে রেফার্ড করা হয়েছে”।
ঝিনাইদহ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের উপ-পরিচালক আব্দুস সালাম বলেন, “খবর পেয়ে কোটচাঁদপুর ও ঝিনাইদহ থেকে দুটি টিম ঘটনাস্থলে এসে দুটি মরদেহ উদ্ধার করে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত তাপের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনাস্থলে এসেছি। দুইজন মারা গেছেন। এক জন আহত হয়েছেন। বয়লারে অতিরিক্ত তাপ দেওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ভিডিও…
সবুজদেশ/এসএএস