টিপু সুলতান, শৈলকুপায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান ভোট কেন্দ্রে নিয়োজিত আইন শৃঙ্খলা সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শৈলকুপা থানা এসআই আতিয়ার রহমানের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে করতে হবে। জোর করে কোন পক্ষ ভোট কেন্দ্র দখল করতে গেলে তাদের যথাযথভাবে প্রতিহত করবেন। ভোট কেন্দ্রে ভোটার, প্রশাসন ও সাংবাদিক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।
এছাড়াও এ নির্বাচনে বিপুল পরিমান পুলিশ, ১৪’শত ৪০ জন আনসার ভিডিপি কাজ করবেন।
অন্যদিকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি,মোবাইল টিম,স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা টহলে থাকবে।

এছাড়াও এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শৈলকুপা থানার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীণ, জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট আব্দুল্লাহ আল হাদি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আসিফ ইকবল প্রমুখ কর্মকর্তা।

উল্লেখ্য, শৈলকুপায় ১২০টি ভোট কেন্দ্রে তৃতীয় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here