মনিরামপুরে বৃদ্ধার ঝুলান্ত লাশ উদ্ধার
যশোরঃ
যশোরের মণিরামপুরে মমতাজ বেগম (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে থানার এসআই জহির রায়হান মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মমতাজ বেগম উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ের জননী।শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ছেলেরা দাবি করছেন।
স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন টুকু জানান, বৃহস্পতিবার রাতে খাবার শেষে কোন এক সময় নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মমতাজ বেগম। রাত ১২টার দিকে টের পেয়ে তার ছেলেরা মরদেহ নামিয়ে আনেন।
মেম্বর বলেন, বৃদ্ধার দুইবার ওপেন হার্ট সার্জারি করা। তার সংসারে কোন গণ্ডগোল নেই। শারীরিক অশান্তি সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে সবার ধারণা।
মণিরামপুর থানার এসআই জহির রায়হান বলেন, এই ঘটনায় বৃদ্ধার সেজ ছেলে মনিরুজ্জামান লাভলু বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এই বিষয়ে নিশ্চিত হতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।