ভাতিজিকে ট্রেনে উঠিয়ে নামতে গিয়ে বৃদ্ধার মৃত্যু
যশোরঃ
গার্মেন্টেস শ্রমিক ভাতিজিকে ট্রেনে তুলে দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ভানুবিবি (৬৫) নামে এক বৃদ্ধার ট্রেনে কেটে করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ৩টার দিকে যশোর রেল স্টেশনে ঘটনাটি ঘটেছে।
নিহত ভানুবিবি যশোর শহরের শংকরপুর মুরগি ফার্ম এলাকার মৃত বেলায়েত আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভানু বিবির বড় ছেলে আক্কাজ আলীর মেয়ে সালমা বেগমকে শনিবার দুপুরে বেনাপোল এক্সপ্রেসে ঢাকাগামী ট্রেনে তুলে দেয়ার জন্য যশোর রেলওয়ে স্টেশনে আসেন। তার ভাতিজীকে সিটে বসিয়ে দিয়ে তাড়াহুড়ো করে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে ট্রেনের চাকায় শরীর থেকে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। জিআরপি পুলিশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
যশোর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ তারিক আহমেদ বলেন ট্রেনে কেটে ভানু বিবির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।