ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি প্রার্থী আ’লীগ নেতার ছেলে!
যশোরঃ
জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের বৈধ সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার প্রকাশিত তালিকায় সভাপতি প্রার্থী হিসাবে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নাম রয়েছে।
শ্রাবণের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলায়। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলামের ছেলে তিনি।
পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও শ্রাবণ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তার বড় ভাই কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মেজো ভাই কাজী মোজাহিদুল ইসলাম পান্না কেশবপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আর সেজো ভাই আজহারুল ইসলাম মানিক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক।
আগামি ১৪ সেপ্টেম্বর বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।