বিএসএফের এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত
নীলফামারীঃ
নীলফামারীর ডিমলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ বাবুল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে সাইফুল ইসলাম (১৪) নামে আরও এক কিশোর।
মঙ্গলবার ভোরে ডিমলা উপজেলার কালীগঞ্জ সংলগ্ন তিস্তা নদীর উজানে চরে এই ঘটনা ঘটে।
নিহত বাবুল মিয়া ডিমলা উপজেলার কালীগঞ্জ গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং সাইফুল ইসলাম ঝাড়সিংহেশ্বর গ্রামের গোলজার রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোরে তিস্তা নদীর চরে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ সদস্যরা বাবুল ও সাইফুলের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ বাবুল নিহত এবং সাইফুল ইসলাম আহত হন। পরে আহত সাইফুলকে উদ্ধার করে ভারতের মেখলিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সাইফুল ইসলামের মা শেফালী বেগম বলেন, লোকজনের নিকট শুনেছি সাইফুলকে গুলি করে বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। নিহত বাবুল মিয়ার পিতা নূর মোহাম্মদ ছেলের লাশ ফেরতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বিজিবির একাধিক কর্মকর্তা বলেন, বিষয়টি লালমনিরহাট সীমানায় হওয়ায় কিছু বলা যাচ্ছে না।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ নিহত বাবুল মিয়ার পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, লাশ ফেরত আনার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।