কালীগঞ্জে ১০ দিন ব্যাপী টিডিপি ওয়ার্ড প্রশিক্ষণের সমাপ্তি
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১০ দিন ব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিডিপি ওয়ার্ড প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজ মিলনায়তনে প্রশিক্ষণরত সকললে সার্টিফিকেট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলা কমান্ড্যাট সঞ্জয় কুমার সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আসাদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোছাঃ নাজনীন আখতার, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫.০৮.১৯ ইং তারিখ থেকে ১০ দিন ব্যাপী এ প্রশিক্ষণে কালীগঞ্জ পৌরসভার ৩২জন ছেলে ও ৩২জন মেয়ে অংশগ্রহণ করে।