এবার কালীগঞ্জ এম ইউ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হুমকি, থানায় জিডি
ঝিনাইদহঃ
কালীগঞ্জ সরকারী এম ইউ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডলকে ফোনে ভয়বীতির হুমকির অভিযোগ পাওয়া গেছে। তিনি গত ৩০ আগষ্ট তার জীবনের নিরাপত্তা চেয়ে থানাতে ওই জিডিটি দাখিল করেন। এদিকে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধেও এরকমই এক অভিযোগ তুলে অধ্যক্ষ মাহবুবার রহমানও কয়েকদিন আগে থানাতে একটি জিডি করেছেন।
এ নিয়ে বর্তমানে কলেজের অধ্যক্ষ পদের এক চেয়ারের জন্য দুই অধ্যক্ষের পাল্টাপাল্টি জিডিতে কলেজ ক্যাম্পাসে চলছে আলোচনা সমালোচনার ঝড়।
কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল তার দাখিলকৃত জিডির বিষয়ে জানান, কলেজের একাধিক দূর্নীতির দায়ে ইতিপূর্বে অধ্যক্ষ মাহবুবার রহমান আবারো অত্র কলেজে যোগদান করতে বেপরোয়া হয়ে উঠেছে। তারই মদদপুষ্ট সন্ত্রাসীরা গত ২৮ আগষ্ট সকাল ১১ টা ৩৯ মিঃ ০১৯৯৯-১৩৯৬৬২ নং মোবাইল থেকে আমার মোবাইলে কল করে। মোবাইলের অপর প্রান্ত থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকী পরিচয় দিয়ে বলে, সে বঙ্গবীর কাদের সিদ্দিকীর চাচাত ভাই। তার লিডার জনযুদ্ধ-সর্বহারা চরমপন্থি দলের নেতা সিকদার মহিউদ্দিন আপনার সাথে কথা বলবে। এরপর সিকদার মহিউদ্দিন ফোনে টাকা দাবী করে এবং আমার পরিবারের সকলকে তুলে নেবার হুমকি দেয়।
অধ্যক্ষ মজিদ মন্ডল জানান, বহিস্কৃত অধ্যক্ষ মাহবুবার রহমান তার অনুসারী ও ভাড়াটিয়া গুন্ডা দিয়েই মোবাইলে এহেন জঘন্যতম কাজ করতে পারে। তাই তিনি জীবনের নিরাপত্তায় ফোনকারীকে আটক করে তার গডফাদারদের আটক সহ বিচারের দাবী করেন।
এদিকে চলতি সপ্তাহে মোবাইলে এমন ধরনেরই এক অভিযোগ তুলে বহিস্কৃত অধ্যক্ষ মাহবুবার রহমানও একটি জিডি করেছেন।
আরো পড়ুন- অধ্যক্ষকে যোগদানে বাঁধা দেওয়ায় কালীগঞ্জে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে থানায় জিডি