শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে করুনা রানী কুন্ডু (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত করুনা রানী কুন্ডু ওই গ্রামের সুকুমার কুন্ডুর স্ত্রী।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, বিকেলে টিউবওয়েলের পানি তোলার জন্য বৈদ্যুতিক মোটর চালু করেন। এসময় টিউবওয়েলটি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।