ভারতের সব অবৈধ অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে: অমিত শাহ
সবুজদেশ ডেস্কঃ
ভারতের আসামের জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের চূড়ান্ত তালিকার পর দু’দিনের সফরে আসামে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনআরসি প্রকাশের পর প্রথমবারের মতো আসামে এসে রীতিমতো হুমকি দিলেন তিনি।
রোববার অমিত শাহ বলেন, দেশের মাটিতে অনুপ্রবেশকারীদের জায়গা নেই। সব অবৈধ অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে।
আসামের গুয়াহাটিতে দলীয় এক বৈঠকে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে অনেক মানুষ বিভিন্ন প্রশ্ন তুলেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভারত সরকার একজন অবৈধ অনুপ্রবেশকারীকেও এদেশে থাকতে দেবে না। এটা আমাদের প্রতিশ্রুতি।
প্রসঙ্গত, গত সপ্তাহে আসামের চূড়ান্ত জাতীয় নাগরিকত্ব তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েছেন ১৯ লাখেরও বেশি মানুষ। তালিকা থেকে বাদ পড়ায় রাজ্যটিতে ১৯ লাখ লোক রাষ্ট্রহীন হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন। ফরেনার্স ট্রাইব্যুনালে আগামী ১২০ দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে তাদের ঠাঁই হবে শরণার্থীশিবিরে।
সূত্র: এনডিটিভি