জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ঢাকাঃ
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ আর জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। দেড় ঘণ্টা দেরিতে মাঠে গড়াচ্ছে ম্যাচটি।
সন্ধ্যা পৌনে আটটায় টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করবে।
যেহেতু অনেকটা সময় নষ্ট হয়েছে। তাই ম্যাচের পরিধিও ছোট হয়ে যাচ্ছে। বাংলাদেশ আর জিম্বাবুয়ে দুই দলই পাবে ১৮ ওভার করে।
ঢাকায় আজ (শুক্রবার) সারাদিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে। ফলে মিরপুরের আউটফিল্ডও অনেকটা পানিতে ভেসে গেছে। বৃষ্টি বন্ধ হওয়ার পর সেটি ঠিক করতে অনেক সময় লেগে যায়।
দুই দফা মাঠ পরিদর্শনের পর নতুন সময়সূচিতে খেলা চালানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা।