ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি মেয়ে সুতপা’র কন্ঠে অসাধারণ গানের ভিডিও ভাইরাল (ভিডিও)

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

সাতক্ষীরার আশাশুনির কোদণ্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী সুতপা‘র কণ্ঠে ভারতীয় শিল্পী লতা মুঙ্গেশকরের একটি গান সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওর ওই খুদে শিল্পীর নাম সুপতা মণ্ডল। সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদন্ডা গ্রামের বাসিন্দা সে। তার বাবার নাম মৃন্যাল মণ্ডল ও মায়ের নাম সুমনা মণ্ডল।

বিদ্যালয়ের একটি কক্ষে টিফিন পিরিয়ডে শিক্ষকদের নির্দেশেই গানটি গায় সুতপা। আর সে গান রেকর্ড করে রঞ্জন সরকার নামে ওই বিদ্যালয়ের এক শিক্ষক ফেসবুকে আপলোড করেন। এর পরই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

জানা গেছে, সুতপার বাবা মীরলাল মৃন্যাল মণ্ডল কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা দারুসসুন্নাত সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সমাজবিজ্ঞানের শিক্ষক।

মেয়ের এই প্রতিভার বিষয়ে তিনি বলেন, ‘আমার মেয়ের গলায় সুর ঢেলে দিয়েছেন সৃষ্টিকর্তা। ছোটবেলা থেকেই গানের প্রতি বেশ আগ্রহী সুতপা। তখন সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছে সে। একদিন মাদ্রাসা থেকে বাসায় ফিরে দেখি মোবাইল ফোনে গান শুনে ঠিক সে ভাবেই গাইছে সে। গানে যে তার বেশ দখল রয়েছে তা বুঝতে আর বাকি থাকেনি আমার। গানের গলা ভালো দেখে দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তাকে হারমোনিয়াম কিনে দিই। সেটা দিয়েই গানে হাতেখড়ি হয় সুতপার।’ পরে স্থানীয় শিক্ষক মান্নান স্যারের কাছে গিয়ে সঙ্গীত শাস্ত্রের স্বরলীপি রাগ শেখে সুতপা। সুতপাকে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে শিল্পী হিসেবে তৈরি করতে চান মৃন্যাল মণ্ডল।

কোদণ্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার ইমরান বলেন, ‘শিশু শ্রেণি থেকেই ভালো গান করত সুতপা। প্রথম দিকে স্কুলে গান গেয়ে সবাইকে অবাক করে দেয় সে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর তাকে দিয়েই স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়াতাম আমরা। দিন দিন আরও পরিণত হয়ে উঠছে সুতপার গলা।’

সুতপা জানায়, মোবাইল ফোনে শুনে শুনেই মূলত তার গান শেখা। তার প্রিয় শিল্পী লতা মুঙ্গেশকার, আশা ভোসলে, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনদের মতো কিংবদন্তি শিল্পীরা। তাদের গান গেয়েই দিন কাটে সুতপার। বাংলাদেশের সঙ্গীতভূবনে অবদান রাখতে চায় সুতপা।

ভিডিও…

https://www.youtube.com/watch?v=jL24woJQsKg&t=22s

About Author Information
আপডেট সময় : ০৭:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
৮১০ Time View

বাংলাদেশি মেয়ে সুতপা’র কন্ঠে অসাধারণ গানের ভিডিও ভাইরাল (ভিডিও)

আপডেট সময় : ০৭:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯

সবুজদেশ ডেস্কঃ

সাতক্ষীরার আশাশুনির কোদণ্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী সুতপা‘র কণ্ঠে ভারতীয় শিল্পী লতা মুঙ্গেশকরের একটি গান সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওর ওই খুদে শিল্পীর নাম সুপতা মণ্ডল। সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদন্ডা গ্রামের বাসিন্দা সে। তার বাবার নাম মৃন্যাল মণ্ডল ও মায়ের নাম সুমনা মণ্ডল।

বিদ্যালয়ের একটি কক্ষে টিফিন পিরিয়ডে শিক্ষকদের নির্দেশেই গানটি গায় সুতপা। আর সে গান রেকর্ড করে রঞ্জন সরকার নামে ওই বিদ্যালয়ের এক শিক্ষক ফেসবুকে আপলোড করেন। এর পরই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

জানা গেছে, সুতপার বাবা মীরলাল মৃন্যাল মণ্ডল কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা দারুসসুন্নাত সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সমাজবিজ্ঞানের শিক্ষক।

মেয়ের এই প্রতিভার বিষয়ে তিনি বলেন, ‘আমার মেয়ের গলায় সুর ঢেলে দিয়েছেন সৃষ্টিকর্তা। ছোটবেলা থেকেই গানের প্রতি বেশ আগ্রহী সুতপা। তখন সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছে সে। একদিন মাদ্রাসা থেকে বাসায় ফিরে দেখি মোবাইল ফোনে গান শুনে ঠিক সে ভাবেই গাইছে সে। গানে যে তার বেশ দখল রয়েছে তা বুঝতে আর বাকি থাকেনি আমার। গানের গলা ভালো দেখে দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তাকে হারমোনিয়াম কিনে দিই। সেটা দিয়েই গানে হাতেখড়ি হয় সুতপার।’ পরে স্থানীয় শিক্ষক মান্নান স্যারের কাছে গিয়ে সঙ্গীত শাস্ত্রের স্বরলীপি রাগ শেখে সুতপা। সুতপাকে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে শিল্পী হিসেবে তৈরি করতে চান মৃন্যাল মণ্ডল।

কোদণ্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার ইমরান বলেন, ‘শিশু শ্রেণি থেকেই ভালো গান করত সুতপা। প্রথম দিকে স্কুলে গান গেয়ে সবাইকে অবাক করে দেয় সে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর তাকে দিয়েই স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়াতাম আমরা। দিন দিন আরও পরিণত হয়ে উঠছে সুতপার গলা।’

সুতপা জানায়, মোবাইল ফোনে শুনে শুনেই মূলত তার গান শেখা। তার প্রিয় শিল্পী লতা মুঙ্গেশকার, আশা ভোসলে, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনদের মতো কিংবদন্তি শিল্পীরা। তাদের গান গেয়েই দিন কাটে সুতপার। বাংলাদেশের সঙ্গীতভূবনে অবদান রাখতে চায় সুতপা।

ভিডিও…

https://www.youtube.com/watch?v=jL24woJQsKg&t=22s