আফগান সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে ৪ পাকিস্তানি সেনা নিহত
সবুজদেশ ডেস্কঃ
আফগান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে চার পাকিস্তানি সেনা নিহত এবং অপর এক সেনা আহত হয়েছে। শুক্রবার শেষ রাতে পৃথক দুটি গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর ডন ও জিয়ো নিউজের।
আইএসপিআর জানায়, আদিবাসী সংখ্যাগরিষ্ঠ জেলা উত্তর ওয়াজিরিস্তানের আব্বা খেল নামক এলাকায় শুক্রবার শেষ রাতে নিরাপত্তা বাহিনীর টহল দল লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এ সময় আখতার হোসাইন (২৩) নামে একজন সিপাহী নিহত হয়।
সেনাবাহিনীর পাল্টা হামলায় দুই হামলাকারীও নিহত হয়েছে বলে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে
এর কিছুক্ষণ পরই খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দির জেলায় আবার সেনাবাহিনীর ওপর গুলির ঘটনা ঘটে। পাক-আফগান সীমান্তে বেড়া নির্মাণে ব্যস্ত সেনাদের লক্ষ্য করে ছোড়া গুলিতে তিন সেনা নিহত ও অপর এক সেনা আহত হয়েছে।
শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগান সীমান্তবর্তী তুরখাম এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষমুহূর্তে এ সফর বাতিল করেন তিনি। ইমরান খান সীমান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার আলোচনার মধ্যেই পাক সেনাবাহিনীর ওপর এ হামলার ঘটনা ঘটল।