ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সকালে গ্রেফতারের পর, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত, পুলিশের দাবি ডাকাত

Reporter Name

রাজবাড়ীঃ

রাজবাড়ীর সদর উপজলোয় সকালে গ্রেফতারের পর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আবদুর রহিম (৩৮)।

পুলিশের দাবি, নিহত রহিম ডাকাত দলের সরদার। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে। রহিম উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের হাসমতের ছেলে।

রোববার রাত ৩টার দিকে উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে রহিম ডাকাতকে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গ্রেফতার করেন।

ওই দিন রাত আড়াইটার দিকে অস্ত্র উদ্ধারে তাকে নিয়ে পুলিশ সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় যায়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিম ডাকাতের গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আর্ত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রহিম ডাকাতকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলির খোশা উদ্ধার করেছে পুলিশ।

রহিম ডাকাত দলের সরদার ছিলেন। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে বলে জানান ওসি।

About Author Information
আপডেট সময় : ১১:১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
২৮৪ Time View

সকালে গ্রেফতারের পর, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত, পুলিশের দাবি ডাকাত

আপডেট সময় : ১১:১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯

রাজবাড়ীঃ

রাজবাড়ীর সদর উপজলোয় সকালে গ্রেফতারের পর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আবদুর রহিম (৩৮)।

পুলিশের দাবি, নিহত রহিম ডাকাত দলের সরদার। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে। রহিম উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের হাসমতের ছেলে।

রোববার রাত ৩টার দিকে উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে রহিম ডাকাতকে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গ্রেফতার করেন।

ওই দিন রাত আড়াইটার দিকে অস্ত্র উদ্ধারে তাকে নিয়ে পুলিশ সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় যায়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিম ডাকাতের গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আর্ত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রহিম ডাকাতকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলির খোশা উদ্ধার করেছে পুলিশ।

রহিম ডাকাত দলের সরদার ছিলেন। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে বলে জানান ওসি।