বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার
বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১৫ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্ত এলাকা থেকে এ অস্ত্র গুলি মাদক উদ্ধার করা হয়।
অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করা হলেও এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
৪৯’বিজিবি ব্যাটালিয়ন পরিচালক সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির বিজিবির একটি টহলদল চারাবটতলা নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১৫ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা উদ্ধার করে।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়।