কালীগঞ্জে এমপি কাপ ফুটবল: মাগুরাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
ঝিনাইদহঃ
তখনো খেলা শুরু হয়নি। কালীগঞ্জে শহরের ঐতিহ্যবাহি সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল প্রেমিদের ঢল। দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে ফুটবল ভক্তরা মাঠে আসতে থাকে। খেলা শুরু হওয়ার আগেই কানায় কানায় ভর্তি হয়ে যায় ভূষণ মাঠ। বুধবার ছিল এমপি কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ এর প্রথম সেমিফাইনাল খেলা। খেলায় অংশ গ্রহন করে শক্তিশালী মাগুরা ও কালীগঞ্জ ফুটবল একাদশ।
খেলায় কালীগঞ্জ ফুটবল একাদশ মাগুরা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে। এরই সুবাদে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের শিষ্যরা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। কালীগঞ্জ ফুটবল দলের মালিক ৫ নম্বর শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির চৌধরী।
এর আগে মগুরা রাজশাহীকে এবং কালীগঞ্জ যশোর ফুটবল দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠে অসে।
বুধবারের খেলায় মাঠে নামে দেশি-বিদেশী তারকা ফুটবল খেলোয়াররা। কালীগঞ্জে হয়ে মাঠে নামে নাইজেরিয়ান চার তারকা ফুটবলার। কালীগঞ্জ মাগুরার মধ্যেকার ফুটবল খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ফুটবলার আনোয়ারুল আজিম আনার। এছাড়া উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমনি, ৫ নম্বর শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির চৌধরী, ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু ও রনি লস্কর এবং কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ হাজার হাজার ফুটবল ভক্তরা।
খেলার শুরু থেকে উভয় দলের আক্রমন পাল্টা আক্রমনে উপভোগ্য উঠে। খেলার প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় কালীগঞ্জ ফুটবল দলের দলীয় অধিনায়ক হাসানুজ্জামান কায়েশের বাড়িয়ে দেওয়া বলে গোল করে ১০ নম্বর জার্সি পরিহিত খেলেয়োর রাব্বি। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে বিশ্ব বিখ্যাত ক্রিকেটার শাকিব আল হাসানের জেলা মাগুরার খেলোয়াররা। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে কালীগঞ্জ দলের এক ডিফেন্ডারের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টী পায় মাগুরা ফুটবল দল কিন্তু বল জালে ঢুকাবে ব্যর্থ হয় মাগুরা। এরই মধ্যে দিয়ে তাদের ফাইনাল খেলার স্বপ্ন ধুলিষ্যৎ হয়। ফলে ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মাগুরা ফুটবল দল।
অন্যদিকে আনন্দের জোয়ার বইতে থাকে কালীগঞ্জ ফুটবল ভক্ত দর্শকদের মধ্যে। আগামি রোববার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশ গ্রহন করবে শক্তিশালী চুয়াডাঙ্গা ও বাগেরহাট ফুটবল একাদশ। ফলে লাখ টাকার প্রাইজ মানি লড়াইয়ের যুদ্ধে প্রথম দল হিসাবে কালীগঞ্জ টিকিট পেয়ে গেল।
খেলার ধারা বর্ণনায় ছিলেন, খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার ভট্রাচার্য্য জানান, আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা ছিল। খেলায় কালীগঞ্জ ফুটবল দল ১-০ গোলে মাগুরাকে পরাজিত করায় লাখ টাকার প্রাইজ মানি লড়াইয়ের চুড়ান্ত পর্বে উঠে গেল।