যুবলীগ নেতা খালেদের বাসায় তল্লাশি চালাচ্ছে র্যাব
ঢাকাঃ
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বাসায় অভিযান চালাচ্ছে র্যাব।
বুধবার সন্ধ্যায় খালেদের গুলশান-২ এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাসায় শুরু হয় এ অভিযান।
এর আগে দুপুর থেকেই বাড়িটি ঘিরে রাখে র্যাবের প্রায় শতাধিক সদস্য। একই সময় ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে জুয়ার ক্যাসিনোতে অভিযান চালায় র্যাব। সেই অভিযান শেষ করার পরই খালেদের বাড়িতে ঢুকে র্যাব।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।