জামতলায় মিষ্টিতে মরা মাছি, জরিমানা
যশোরঃ
বুধবার সকালে যশোর শহরের ঘোপ জামতলায় একটি মিষ্টির কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পেশকার শেখ জালাল উদ্দিন জানিয়েছেন, এদিন বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার নেতৃত্বে ঘোপ জেল রোড বাইলেনে জামতলার মিষ্টির কারখানায় অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে রসগোল্লা তৈরি ও রসগোল্লার ভেতর মরা মাছি পড়ে থাকতে দেখা যায়।
এ কারণে কারখানা মালিক শাহাজান কবিরের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।