ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বাবা-মা আহত
ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল নামক স্থানে আলমসাধু ও ব্যাটারি চালিত পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তাছির হোসেন নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে।
এ সময় তার পিতা মিলন হোসেন (৩১) ও মা রিমা খাতুন (২২) আহত হন। হতাহতদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামে।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে চোরকোল গ্রামের ফকিরচারা ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রুবিনা মা রিমা খাতুন ও শিশু তাছিরকে আশংকা জনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মধ্যরাতে পথিমধ্যে শিশু তাছির হোসেন মৃত্যুবরণ করে।
শুক্রবার দুপুরে শিশু তাছিরকে বংকিরা গ্রামে দাফন করা হলেও তার মা রিমা খাতুন ফরিদপুর মেডিকেলে ও পিতা মিলন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।