কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে পানিতে ডুবে লিমন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে শোয়াইবনগর মাদ্রাসার পুকুরে পড়ে সে মারা যায়।
নিহত লিমন কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়ার দরগাপাড়ার ইজিবাইক চালক লিটু হোসেনের ছেলে।
শিশুটির পিতা লিটু হোসেন বলেন, দুপুরের দিকে লিমনকে বাড়িতে না পেয়ে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে প্রায় ৫০০ ফুট দূরে শোইয়াব নগর কামিল মাদরাসার পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি মোঃ ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।