ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জিয়াউর রহমানই প্রথম দেশে জুয়া চালু করেন- হানিফ

Reporter Name

ঢাকাঃ

বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশে প্রথম জুয়া চালু করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘মুখে ধর্মের কথা বলে যুবসমাজকে অধর্মের পথ দেখিয়েছিল জিয়াউর রহমানই।’

২০ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে রাজধানীর পাট গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘জিয়ার চালু করা জুয়ার খেসারত এখন বর্তমান যুব সমাজকে দিতে হচ্ছে।’

হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে থেকে মাদক, দুর্নীতি ও জুয়া নির্মূলে অভিযান চলছে। প্রধানমন্ত্রীর পরিশ্রমকে সফল করতে দুর্নীতি, মাদক, জুয়া সমাজ থেকে নির্মূল করা হবে।’

হানিফ বলেন, ‘বাংলাদেশে মাদক জুয়া যেন চলতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়া হবে। একই সাথে যেখানেই এসব চলবে সেখানেই অভিযান চালানো হবে।’

এরআগে অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র‌্যাবের হাতে আটক হয়েছেন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে ৭ দিনের রিমান্ডেও পেয়েছে পুলিশ।

সম্প্রতি ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরই ছাত্রলীগের পদ হারান শোভন-রাব্বানী। এরপর আটক হন খালেদ ও আজ শামীমের কার্যালয়ে অভিযান চালাচ্ছে র‌্যাব।

About Author Information
আপডেট সময় : ০৮:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
৩০০ Time View

জিয়াউর রহমানই প্রথম দেশে জুয়া চালু করেন- হানিফ

আপডেট সময় : ০৮:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯

ঢাকাঃ

বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশে প্রথম জুয়া চালু করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘মুখে ধর্মের কথা বলে যুবসমাজকে অধর্মের পথ দেখিয়েছিল জিয়াউর রহমানই।’

২০ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে রাজধানীর পাট গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘জিয়ার চালু করা জুয়ার খেসারত এখন বর্তমান যুব সমাজকে দিতে হচ্ছে।’

হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে থেকে মাদক, দুর্নীতি ও জুয়া নির্মূলে অভিযান চলছে। প্রধানমন্ত্রীর পরিশ্রমকে সফল করতে দুর্নীতি, মাদক, জুয়া সমাজ থেকে নির্মূল করা হবে।’

হানিফ বলেন, ‘বাংলাদেশে মাদক জুয়া যেন চলতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়া হবে। একই সাথে যেখানেই এসব চলবে সেখানেই অভিযান চালানো হবে।’

এরআগে অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র‌্যাবের হাতে আটক হয়েছেন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে ৭ দিনের রিমান্ডেও পেয়েছে পুলিশ।

সম্প্রতি ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরই ছাত্রলীগের পদ হারান শোভন-রাব্বানী। এরপর আটক হন খালেদ ও আজ শামীমের কার্যালয়ে অভিযান চালাচ্ছে র‌্যাব।