ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পানির নিচে ‘প্রপোজ’ করতে গিয়ে মারা গেলেন যুবক (ভিডিও)

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

মনের মানুষটিকে বিয়ের প্রস্তাব দিতে অনেকেই বিশেষ পরিকল্পনা নিয়ে থাকেন।

‘আমাকে বিয়ে করবে?’ এ বাক্যটি বললে জবাব যেন হ্যাঁ-ই হয়, সে কথা মাথায় রেখেই রোমান্টিক পরিবেশ তৈরি করে নেন অনেকে।

এর জন্য লাখ লাখ টাকাও খরচ করেন কেউ কেউ। আবহ সংগীত বাজানো হয়, ফুল ও বেলুনে শোভিত করা হয় চারদিক।

তবে যুগের এই ট্রেন্ড দিন দিন বিচিত্র হচ্ছে। অনেকে বিয়ের প্রস্তাব দিতে এমন সব কাণ্ড করেন, যা বিপদ ডেকে আনে।

তেমনই এক ঘটনা ঘটল আফ্রিকার দেশ তানজানিয়ার পেমবা দ্বীপের ‘মানতা’ নামের একটি রিসোর্টে।

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে ফুল দিয়ে সাজানো কোনো ঘর নয়; পানি নিমজ্জিত একটি ঘরকে বেছে নিয়েছিলেন স্টিভেন নামে এক যুবক।

তার ইচ্ছা ছিল পানিতে ডুব দিয়ে প্রেমিকাকে জীবনসঙ্গিনী হতে প্রস্তাব দেবেন। সে পরিকল্পনা অনুযায়ী ওই রিসোর্টের একটি সুইমিংপুলে ডুব ক্যাবিন তৈরি করে প্রেমিকাকে নিয়ে তাতে ডুব দিয়েছিলেন যুবক।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! প্রেমিকাকে প্রস্তাব দিতে পারলেও তার জবাব শোনার আগেই দম আটকে মারা যান ওই হতভাগা যুবক।

এ নির্মম প্রেম কাহিনীটি গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ওই রিসোর্টের কর্মকর্তারা। রোববার (২২ সেপ্টেম্বর) মানতা রিসোর্টের এক মুখপাত্র বিবিসিকে জানান, ১৭ সেপ্টেম্বর ছুটি কাটাতে কেনেশা অ্যান্তোনি নামের এক তানজানিয়ান নারীকে নিয়ে আমাদের রিসোর্টে এসেছিলেন স্টিভেন ওয়েবার।

সমুদ্রতীর থেকে অন্তত ২৫০ মিটার দূরে নিরিবিলি রির্সোটটি চার রাতের জন্য ভাড়া করেছিলেন স্টিভেন। প্রতি রাতের ভাড়া ছিল এক হাজার ৭০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ৪৩ হাজার টাকা)।

সেই রিসোর্টে ডুবো কেবিনের ব্যবস্থা রয়েছে। এটি পানির অন্তত ১০ মিটার গভীরে নিমজ্জিত। সেখানেই কেনেশাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন স্টিভেন।

ওই কর্মকর্তা জানান, এর জন্য সব প্রস্তুতি চূড়ান্ত ছিল। রিসোর্ট থেকে কোনো গাফিলতি ছিল না। গত ১৯ সেপ্টেম্বর বিকালে আন্ডার-ওয়াটার গগলস (চশমা) ও ফ্লিপার পরে প্রেমিকা কেনেশাকে নিয়ে পানিতে ডুব দেন স্টিভেন ওয়েবার।

এর পর কেনেশাকে লেমিনেটিং করা একটি প্রেমপত্র দেখান ওয়েবার। এর পর বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের আংটি বের করেন স্টিভেন।

কিন্তু এর পরই ঘটে হৃদয়বিদারক ঘটনাটি। দম আটকে সেখানেই মারা যান স্টিভেন। প্রেমিকার জবাব শোনা হয়নি তার।

উদ্ধারকারীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তিনি মারা যান বলে জানান মানতা রিসোর্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় রিসোর্টির পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।

ঘটনাটি বর্ণনা করে নিজের ফেসবুক টাইমলাইনে কেনেশা জানিয়েছেন, স্টিভেনের প্রস্তাবের জবাবে হয়তো লাখ লাখ বার হ্যাঁ বলতাম আমি। কিন্তু সেটি আর হলো না।

তিনি আরও লেখেন, আমরা বাকি জীবন একসঙ্গে কাটানোর শুরুটা উদযাপনও করতে পারলাম না। ভাগ্যের নির্মম খেলায় জীবনের সেরা দিনটিই সবচেয়ে খারাপ দিন হয়ে গেল।

মানতা রিসোর্টের সেই ক্যাবিনটি দেখুন-

https://www.facebook.com/mustdotravels/videos/317888475638915/

About Author Information
আপডেট সময় : ১২:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
৩১৩ Time View

পানির নিচে ‘প্রপোজ’ করতে গিয়ে মারা গেলেন যুবক (ভিডিও)

আপডেট সময় : ১২:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯

সবুজদেশ ডেস্কঃ

মনের মানুষটিকে বিয়ের প্রস্তাব দিতে অনেকেই বিশেষ পরিকল্পনা নিয়ে থাকেন।

‘আমাকে বিয়ে করবে?’ এ বাক্যটি বললে জবাব যেন হ্যাঁ-ই হয়, সে কথা মাথায় রেখেই রোমান্টিক পরিবেশ তৈরি করে নেন অনেকে।

এর জন্য লাখ লাখ টাকাও খরচ করেন কেউ কেউ। আবহ সংগীত বাজানো হয়, ফুল ও বেলুনে শোভিত করা হয় চারদিক।

তবে যুগের এই ট্রেন্ড দিন দিন বিচিত্র হচ্ছে। অনেকে বিয়ের প্রস্তাব দিতে এমন সব কাণ্ড করেন, যা বিপদ ডেকে আনে।

তেমনই এক ঘটনা ঘটল আফ্রিকার দেশ তানজানিয়ার পেমবা দ্বীপের ‘মানতা’ নামের একটি রিসোর্টে।

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে ফুল দিয়ে সাজানো কোনো ঘর নয়; পানি নিমজ্জিত একটি ঘরকে বেছে নিয়েছিলেন স্টিভেন নামে এক যুবক।

তার ইচ্ছা ছিল পানিতে ডুব দিয়ে প্রেমিকাকে জীবনসঙ্গিনী হতে প্রস্তাব দেবেন। সে পরিকল্পনা অনুযায়ী ওই রিসোর্টের একটি সুইমিংপুলে ডুব ক্যাবিন তৈরি করে প্রেমিকাকে নিয়ে তাতে ডুব দিয়েছিলেন যুবক।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! প্রেমিকাকে প্রস্তাব দিতে পারলেও তার জবাব শোনার আগেই দম আটকে মারা যান ওই হতভাগা যুবক।

এ নির্মম প্রেম কাহিনীটি গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ওই রিসোর্টের কর্মকর্তারা। রোববার (২২ সেপ্টেম্বর) মানতা রিসোর্টের এক মুখপাত্র বিবিসিকে জানান, ১৭ সেপ্টেম্বর ছুটি কাটাতে কেনেশা অ্যান্তোনি নামের এক তানজানিয়ান নারীকে নিয়ে আমাদের রিসোর্টে এসেছিলেন স্টিভেন ওয়েবার।

সমুদ্রতীর থেকে অন্তত ২৫০ মিটার দূরে নিরিবিলি রির্সোটটি চার রাতের জন্য ভাড়া করেছিলেন স্টিভেন। প্রতি রাতের ভাড়া ছিল এক হাজার ৭০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ৪৩ হাজার টাকা)।

সেই রিসোর্টে ডুবো কেবিনের ব্যবস্থা রয়েছে। এটি পানির অন্তত ১০ মিটার গভীরে নিমজ্জিত। সেখানেই কেনেশাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন স্টিভেন।

ওই কর্মকর্তা জানান, এর জন্য সব প্রস্তুতি চূড়ান্ত ছিল। রিসোর্ট থেকে কোনো গাফিলতি ছিল না। গত ১৯ সেপ্টেম্বর বিকালে আন্ডার-ওয়াটার গগলস (চশমা) ও ফ্লিপার পরে প্রেমিকা কেনেশাকে নিয়ে পানিতে ডুব দেন স্টিভেন ওয়েবার।

এর পর কেনেশাকে লেমিনেটিং করা একটি প্রেমপত্র দেখান ওয়েবার। এর পর বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের আংটি বের করেন স্টিভেন।

কিন্তু এর পরই ঘটে হৃদয়বিদারক ঘটনাটি। দম আটকে সেখানেই মারা যান স্টিভেন। প্রেমিকার জবাব শোনা হয়নি তার।

উদ্ধারকারীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তিনি মারা যান বলে জানান মানতা রিসোর্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় রিসোর্টির পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।

ঘটনাটি বর্ণনা করে নিজের ফেসবুক টাইমলাইনে কেনেশা জানিয়েছেন, স্টিভেনের প্রস্তাবের জবাবে হয়তো লাখ লাখ বার হ্যাঁ বলতাম আমি। কিন্তু সেটি আর হলো না।

তিনি আরও লেখেন, আমরা বাকি জীবন একসঙ্গে কাটানোর শুরুটা উদযাপনও করতে পারলাম না। ভাগ্যের নির্মম খেলায় জীবনের সেরা দিনটিই সবচেয়ে খারাপ দিন হয়ে গেল।

মানতা রিসোর্টের সেই ক্যাবিনটি দেখুন-

https://www.facebook.com/mustdotravels/videos/317888475638915/