ঢাবিতে ছাত্রলীগের হামলার বিচার চেয়েছে ছাত্রদল
ঢাবিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার বিচার চেয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা করেছে। ছাত্রদল বলছে, ক্যাম্পাসে গণতান্ত্রিক সহাবস্থানের স্বার্থে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
নতুন কমিটি গঠনের পর ছাত্রদল আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরব হলে সোমবার (২৩ সেপ্টেম্বর) তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
হামলার পরের দিন আবারও মধুর ক্যান্টিনে আসে ছাত্রদল। আগে থেকেই ছাত্র রাজনীতির এই সূতিকাগারে অবস্থান করছিল ছাত্রলীগ। এসময় পাল্টাপাল্টি স্লোগান দেয় দু’পক্ষই।
পরে মিছিল নিয়ে টিএসসি পর্যন্ত গিয়ে ক্যাম্পাস ত্যাগ করে তারা। এসময় ছাত্রলীগকে সন্ত্রাসী বলে মন্তব্য করেন সংগঠনটির নেতারা।
অভিযোগ স্বীকার করে দুঃখ প্রকাশের পরের দিনই আবার তা অস্বীকার করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ বলছে, তাদের কোন কর্মী এটা ঘটায়নি।
তবে প্রক্টর বলেছেন, হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।