ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তাহীনতায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির জিডি

Reporter Name

ঢাকাঃ

বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আল-নাহিয়ান খান জয়ের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায় অর্ধশতাধিক ফেক আইডি খোলা হয়েছে। বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জয়।

নিজের নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে শনিবার রাত ১০টার দিকে রাজধানীর শাহবাগ থানায় গিয়ে সাধারণ ডায়েরিও করেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি।

লিখিত অভিযোগে আল-নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হওয়ার পর থেকে আমার নামে প্রায় ৪০ থেকে এর অধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। যার জন্য আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ এই আইডিগুলো থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর সম্ভাবনা রয়েছে। যার জন্য আমি নিজেকে অনিরাপদ মনে করছি।’

শাহবাগ থানার ওসি আবুল হোসেন বলেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ আমরা পেয়েছি। আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর নেতিবাচক কর্মকাণ্ডের কারণে গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এরপর সিনিয়র সহ-সভাপতি আল নাহিয়ান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।

About Author Information
আপডেট সময় : ০৭:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
৩০৯ Time View

নিরাপত্তাহীনতায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির জিডি

আপডেট সময় : ০৭:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯

ঢাকাঃ

বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আল-নাহিয়ান খান জয়ের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায় অর্ধশতাধিক ফেক আইডি খোলা হয়েছে। বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জয়।

নিজের নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে শনিবার রাত ১০টার দিকে রাজধানীর শাহবাগ থানায় গিয়ে সাধারণ ডায়েরিও করেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি।

লিখিত অভিযোগে আল-নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হওয়ার পর থেকে আমার নামে প্রায় ৪০ থেকে এর অধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। যার জন্য আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ এই আইডিগুলো থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর সম্ভাবনা রয়েছে। যার জন্য আমি নিজেকে অনিরাপদ মনে করছি।’

শাহবাগ থানার ওসি আবুল হোসেন বলেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ আমরা পেয়েছি। আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর নেতিবাচক কর্মকাণ্ডের কারণে গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এরপর সিনিয়র সহ-সভাপতি আল নাহিয়ান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।