ঢাকা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পেয়াজের মুল্য বৃদ্ধি: রান্নায় কম পেঁয়াজ ব্যবহারের কৌশল জেনে নিন

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

অল্প আয়ে পুরো মাস হিসেব করে চলা মধ্যবিত্ত বাঙালি হঠাৎ পেঁয়াজের এই লাগামছাড়া দাম দেখে পড়েছেন মুশকিলে। বাজারের তালিকা করতে তাদের নতুন করে ভাবতে হচ্ছে। আচ্ছা পেঁয়াজের দাম বেড়ে যাওয়া নিয়ে

চিন্তিত হওয়ার কি আছে? আসলে রান্নায় ঠিক কতটা পেঁয়াজ ব্যবহার করা জরুরি? অনেক পেঁয়াজ ব্যবহার করলেই কি রান্না মজার হবে, অল্প পেঁয়াজে খেতে সুস্বাদু হবে না? এমনতাই কি আপনি মনে করেন?

আসুন তাহলে আজ আমরা জেনে নেই অল্প পেঁয়াজ ব্যবহার করেও রান্না কীভাবে সুস্বাদু করা যায়। এতে স্বাদ কিংবা পুষ্টির ঘাটতি হয় না।

তরকারির স্বাদ বাড়াতে আর ঝোল ঘন করতে ‘সাগ’ ( চাল, জিরা, তেজপাতা তেলে ভেজে পাটায় মিহিকরে বেটে ঝোলের সাথে মিসিয়ে দিতে হয় এতে ঝোল ঘন হয় আর স্বাদ হয় বহুগুণ) রান্নায় এবহার করতে পারেন। এটা রান্নাকে অনেক মজা করে।

যেকোনো ফোঁড়নে ডাল, সবজি, খিচুড়িতে পেঁয়াজের বদলে জিরা বা রাঁধুনি (এক প্রকার মশলা) দিয়ে ফোঁড়ন দিন স্বাদ ও ঘ্রাণ অনেক বদলে যাবে।

কাটা পেঁয়াজ দিয়ে রান্না করার বদলে বাটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না অভ্যাস করুন। এতে অল্প পেঁয়াজ দিয়েই বেশ সুস্বাদু তরকারি রান্না হবে।

পাতলা ঝোলের তরকারি খাওয়া বেশ ভালো। এটি স্বাস্থ্যের জন্যও উপকারী। আর ঘন ঝোল খেতে চাইলে আলু সেদ্ধ করে মিহি করে চটকেও ব্যবহার করতে পারেন ঝোল ঘন করতে। এমনকি ভুনা তরকারিতেও দিতে পারেন।

প্রতিদিনের রেসিপিতে বিভিন্নরকম ভর্তায়, ডিম ভাজিতে আমরা পেঁয়াজ কুচি ব্যবহার করি। এক্ষেত্রে পেঁয়াজ মোটা করে না কেটে চিকন করে কুচি করুন। এতে পেঁয়াজ অনেক কম লাগবে।

ডাল রান্না করতে গিয়ে অনেকে শুরুতেই অনেকটা পেঁয়াজ দেন, পরে আবার পেঁয়াজ দিয়ে ফোড়ন দেন। শুরুতে পেঁয়াজ দেয়ার কারণে ডালের যে স্বাদ বৃদ্ধি হয় এমনো নয়। তাই ডালে পেঁয়াজ খেতে চাইলে কেবল ফোড়নে দেয়াটাই যথেষ্ট।

পেঁয়াজ ছাড়া কেবল রসুন ও মরিচ দিয়ে ফোড়ন দিলেও ডাল সুস্বাদু হবে।

পেঁয়াজু, ডিম ভাজি ইত্যাদি তৈরিতে পেঁয়াজের বদলে ব্যবহার করতে পারেন পেঁপে। হ্যাঁ, চিকন করে পেঁপে ঝুরি করে, পানিতে ভালো করে ধুয়ে চিপে নিলেই ব্যবহারের জন্য একদম তৈরি।

সবজি ভাজি করার ক্ষেত্রে অনেকগুলো পেঁয়াজের বদলে অল্প পেঁয়াজ ব্যবহার করুন। কারণ পেঁয়াজ বেশি দিলেই ভাজির স্বাদ বাড়ে না। বরং ভাজি সুস্বাদু করতে তেল গরম হলে কাঁচা মরিচের ফালি ও অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিন, নেড়েচেড়ে গন্ধ ছড়ালে সবজি দিয়ে দিন এবং আপনার রেগুলার রেসিপি অনুযায়ী ভাজি করুন।

মুরগির ঝোল একটু ঘন করতে বেশি পেঁয়াজ ব্যবহার করার অভ্যাস থাকলে তা বাদ দিন। বরং ঝোল ঘন করতে মুরগিতে কয়েক টুকরো পেঁপে দিয়ে রান্না করুন।

বেশি পেঁয়াজ ছাড়াই সুন্দর ঝোল হবে।

About Author Information
আপডেট সময় : ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
৭৬১ Time View

পেয়াজের মুল্য বৃদ্ধি: রান্নায় কম পেঁয়াজ ব্যবহারের কৌশল জেনে নিন

আপডেট সময় : ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯

সবুজদেশ ডেস্কঃ

অল্প আয়ে পুরো মাস হিসেব করে চলা মধ্যবিত্ত বাঙালি হঠাৎ পেঁয়াজের এই লাগামছাড়া দাম দেখে পড়েছেন মুশকিলে। বাজারের তালিকা করতে তাদের নতুন করে ভাবতে হচ্ছে। আচ্ছা পেঁয়াজের দাম বেড়ে যাওয়া নিয়ে

চিন্তিত হওয়ার কি আছে? আসলে রান্নায় ঠিক কতটা পেঁয়াজ ব্যবহার করা জরুরি? অনেক পেঁয়াজ ব্যবহার করলেই কি রান্না মজার হবে, অল্প পেঁয়াজে খেতে সুস্বাদু হবে না? এমনতাই কি আপনি মনে করেন?

আসুন তাহলে আজ আমরা জেনে নেই অল্প পেঁয়াজ ব্যবহার করেও রান্না কীভাবে সুস্বাদু করা যায়। এতে স্বাদ কিংবা পুষ্টির ঘাটতি হয় না।

তরকারির স্বাদ বাড়াতে আর ঝোল ঘন করতে ‘সাগ’ ( চাল, জিরা, তেজপাতা তেলে ভেজে পাটায় মিহিকরে বেটে ঝোলের সাথে মিসিয়ে দিতে হয় এতে ঝোল ঘন হয় আর স্বাদ হয় বহুগুণ) রান্নায় এবহার করতে পারেন। এটা রান্নাকে অনেক মজা করে।

যেকোনো ফোঁড়নে ডাল, সবজি, খিচুড়িতে পেঁয়াজের বদলে জিরা বা রাঁধুনি (এক প্রকার মশলা) দিয়ে ফোঁড়ন দিন স্বাদ ও ঘ্রাণ অনেক বদলে যাবে।

কাটা পেঁয়াজ দিয়ে রান্না করার বদলে বাটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না অভ্যাস করুন। এতে অল্প পেঁয়াজ দিয়েই বেশ সুস্বাদু তরকারি রান্না হবে।

পাতলা ঝোলের তরকারি খাওয়া বেশ ভালো। এটি স্বাস্থ্যের জন্যও উপকারী। আর ঘন ঝোল খেতে চাইলে আলু সেদ্ধ করে মিহি করে চটকেও ব্যবহার করতে পারেন ঝোল ঘন করতে। এমনকি ভুনা তরকারিতেও দিতে পারেন।

প্রতিদিনের রেসিপিতে বিভিন্নরকম ভর্তায়, ডিম ভাজিতে আমরা পেঁয়াজ কুচি ব্যবহার করি। এক্ষেত্রে পেঁয়াজ মোটা করে না কেটে চিকন করে কুচি করুন। এতে পেঁয়াজ অনেক কম লাগবে।

ডাল রান্না করতে গিয়ে অনেকে শুরুতেই অনেকটা পেঁয়াজ দেন, পরে আবার পেঁয়াজ দিয়ে ফোড়ন দেন। শুরুতে পেঁয়াজ দেয়ার কারণে ডালের যে স্বাদ বৃদ্ধি হয় এমনো নয়। তাই ডালে পেঁয়াজ খেতে চাইলে কেবল ফোড়নে দেয়াটাই যথেষ্ট।

পেঁয়াজ ছাড়া কেবল রসুন ও মরিচ দিয়ে ফোড়ন দিলেও ডাল সুস্বাদু হবে।

পেঁয়াজু, ডিম ভাজি ইত্যাদি তৈরিতে পেঁয়াজের বদলে ব্যবহার করতে পারেন পেঁপে। হ্যাঁ, চিকন করে পেঁপে ঝুরি করে, পানিতে ভালো করে ধুয়ে চিপে নিলেই ব্যবহারের জন্য একদম তৈরি।

সবজি ভাজি করার ক্ষেত্রে অনেকগুলো পেঁয়াজের বদলে অল্প পেঁয়াজ ব্যবহার করুন। কারণ পেঁয়াজ বেশি দিলেই ভাজির স্বাদ বাড়ে না। বরং ভাজি সুস্বাদু করতে তেল গরম হলে কাঁচা মরিচের ফালি ও অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিন, নেড়েচেড়ে গন্ধ ছড়ালে সবজি দিয়ে দিন এবং আপনার রেগুলার রেসিপি অনুযায়ী ভাজি করুন।

মুরগির ঝোল একটু ঘন করতে বেশি পেঁয়াজ ব্যবহার করার অভ্যাস থাকলে তা বাদ দিন। বরং ঝোল ঘন করতে মুরগিতে কয়েক টুকরো পেঁপে দিয়ে রান্না করুন।

বেশি পেঁয়াজ ছাড়াই সুন্দর ঝোল হবে।