নওগাঁর সেই ছেলেটির জন্মদিন আজ
সবুজদেশ রিপোর্টঃ
ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ‘নগরবাউল’ খ্যাত জেমসের আজ জন্মদিন । তবে দিনটি নিয়ে তার বিশেষ কোনো আয়োজনও নেই বলে জানিয়েছেন তিনি। নিজে সাদামাটাভাবিই এ দিনটি কাটান তিনি।
তবে ভক্তরা তার জন্মদিন উপলক্ষে নানা আয়োজন করেন।
এ প্রসঙ্গে এ সঙ্গীতশিল্পী জেমস বলেন, ‘অন্যসব দিনের মতোই আজকের দিনটি কাটবে। বিশেষ কোনো আয়োজন নেই। ভক্তরা আয়োজন করবে। ওগুলো দেখতেই ভালো লাগে। তবে সবার কাছে দোয়া চাই। আগামীতে যাতে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে পারি।’
জেমসের জন্ম নওগাঁর পত্নীতলায়। কৈশোর, তারুণ্য কাটিয়েছেন চট্টগ্রামে। বাবা সরকারি বড় কর্মকর্তা হলেও তিনি ছিলেন অনেকটা বোহেমিয়ান। চট্টগ্রামে আজিজ বোর্ডিংয়ের একটি রুমে থেকে সঙ্গীত চর্চা ও সন্ধ্যার পর নাইট ক্লাবে গান করতেন। এভাবেই জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় কেটেছে তার। পরে তিনি ঢাকায় চলে আসেন।
চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ডদল ‘ফিলিংস’-এর মাধ্যমে তার শুরু। পরে সেই ব্যান্ড দলের নাম দেন ‘নগরবাউল’। দেশের বাইরেও খুব জনপ্রিয় জেমস। ভারতের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি কাজ করেছেন।
২০০৫ সালে বলিউডের ‘গ্যাংস্টার’ ছবিতে ‘ভিগি ভিগি’ নামে একটি গান করে ব্যাপক আলোচিত হন। পরে বলিউডের আরও কয়েকটি ছবিতে গান করেন জেমস।
সবুজদেশ নিউজের পক্ষ থেকে জেমসের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন।