কুমার বিশ্বজিতের সুরে গানে কন্ঠ দিল সেই সুতপা (ভিডিও)
সবুজদেশ ডেস্কঃ
সম্প্রতি সাতক্ষীরার আশাশুনির সুতপা মণ্ডল নামের এক কিশোরীর কয়েকটি গান ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। যেগুলো বিস্মিত হয়ে শুনছিল দেশের শ্রোতারা। গান গেয়ে ভাইরাল হওয়া ক্ষুদে এই শিল্পীর নাম সুতপা মণ্ডল। তার বাবা মৃনাল কান্তি মণ্ডল ও মা সুমনা মণ্ডল। তারা থাকেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদন্ডা গ্রামে। সপ্তম শ্রেণির ছাত্রী সুতপা পড়াশোনা করছে কোদান্ডা মাধ্যমিক বিদ্যালয়ে।
সম্প্রতি সুতপার আরো একটি গান ভাইরাল হয়েছে। গানটি মৌলিক। গানের কথা লিখেছেন কবির বকুল ও সুর করেছেন কুমার বিশ্বজিৎ। গানটি সম্প্রতি একটি স্টুডিও থেকে রেকর্ডিং হয়েছে।
গান রেকর্ডিং এর সময় কবির ও কুমার বিশ্বজিৎ দুজনই স্টুডিওতে ছিলেন। কুমার বিশ্বজিৎ সুতপা সম্পর্কে বিভিন্ন অভিমত তুলে ধরেন। তিনি বলেন, ‘মেয়েটি মাত্র সপ্তম শ্রেণিতে পড়ে অথচ তার গলা দারুণভাবে পরিপক্ক। সাতক্ষীরার যে গ্রামে থাকে সেখানে গান শেখার মতো উন্নত সুযোগ নেই। কিন্তু সে গলায় ধারণ করেছে বিস্ময়। এটাকে ঈশ্বর প্রদত্ত বলতে হবে। তার কণ্ঠ যদি পরিচর্যা করা হয় তাহলে মিউজিক ইন্ডাস্ট্রি একটি নতুন কণ্ঠ পাবে।’
গানটি শুনতে এখানে ক্লিক করুন