আ’লীগ সম্পাদকের সতর্কতা: ক্ষমতার খুব কাছে যাবে না, পুড়ে যাবে
ঢাকাঃ
যুবলীগের ‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটের গ্রেফতারের পর নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ক্ষমতার খুব কাছে যাবে না, পুড়ে যাবে; ক্ষমতার খুব দূরে যেও না, উত্তাপ পাবে না।
অবশ্য সম্রাটের গ্রেফতার নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর আগে বলেছিলেন- ‘তথ্য প্রমাণ পেলেই তাকে ধরা হবে।’ রোববার ভোরে কুমিল্লা থেকে তাকে গ্রেফতারের পর বিকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বৈঠকে আসেন তিনি। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের ক্ষমতায় মাঝামাঝি থাকার ইঙ্গিত দিলেন; বেশি কাছে গেলে পুড়ে যাবে, দূরে গেলে উত্তাপ বঞ্চিত হবে, যোগ করেন।
এসময় ‘ভারতের সাথে চুক্তি আড়াল করতেই সম্রাটকে গ্রেফতার করেছে সরকার’ বিএনপির এমন মন্তব্যের সমালোচনায় কাদের বলেছেন, বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন। তাদের জনপ্রিয়তা তলানিতে তাই তারা আজগুবি অভিযোগ করছে। তাদের বলবো, অন্ধকারে ঢিল ছুঁড়বেন না।
কাদের বলেন, শেখ হাসিনা দেশের বিরুদ্ধে কোনো চুক্তি করেন না। ভারত যদি মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তা বিনা পয়সায় করবে না। স্বাধীনতার পর ভারতের সেঙ্গে দরকষাকষি করে অনেক সমস্যার সমাধান করেছেন শেখ হাসিনা।
নেতাকর্মীদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় সম্মেলন ঘিরে অতি উৎসাহ দেখাবেন না। অতি উৎসাহ দেখিয়ে কাউকে অতি উপরে উঠাবেন না। কারও চরিত্র হনন করবেন না।’